নিজস্ব প্রতিবেদক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

ট্রাফিক আইন অমান্য

৩৩ লাখ টাকা জরিমানা, পাঁচ হাজার মামলা

ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৪ হাজার ৮৭২টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। জরিমানা করা হয়েছে ৩২ লাখ ৯১ হাজার ৩শ’ টাকা। গত শুক্রবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায় ট্রাফিক বিভাগ।

ট্রাফিক সূত্রে জানা যায়, অভিযানকালে মামলা ও জরিমানা ছাড়া ৩৮টি গাড়ি ডাম্পিং ও ৬০৫টি গাড়ি রেকার করা হয়। এছাড়া উল্টোপথে চালানোয় ৩৪৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৭০টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করায় ৯টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোয় ১৫টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সময় ট্রাফিক আইন অমান্য করায় ১ হাজার ৮৮২টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭০টি মোটরসাইকেল জব্দ করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ২৬টি সরাসরি মামলা দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close