আদালত প্রতিবেদক

  ২০ আগস্ট, ২০১৮

জাবালে নূরের চালকের জামিন নাকচ

রাজধানীতে দুই কলেজ শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনায় জাবালে নূর পরিবহনের বাসচালক জুবায়েরের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল হক এ আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, ‘আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জাবালে নূর পরিবহনের চালক জুবায়ের আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন।’

গত ১৩ আগস্ট চালক জুবায়ের ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অন্যদিকে, ওই দিনই জাবালে নূর পরিবহনের আরেক বাসচালক সোহাগ আলী এবং হেলপার এনায়েত হোসেন ও রিপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। গত ৬ আগস্ট দুই বাসের চালক ও তাঁদের সহকারীসহ (হেলপার) চারজনকে রিমান্ডে দেন ঢাকার সিএমএম আদালত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close