reporterঅনলাইন ডেস্ক
  ১৬ আগস্ট, ২০১৮

জাতির পিতার ৪৩তম শাহাদাতবার্ষিকী উদযাপন বিআরডিবির

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর সদর দপ্তর পল্লীভবনে গতকাল বুধবার জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে পল্লীভবনে জাতীয় পতাকা অর্থনমিতকরণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

সকালে কর্মকর্তা/কর্মচারীসহ বিআরডিবির মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার এর নেতৃত্বে বিআরডিবি’র সদর দপ্তর হতে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে সমবেত হয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯ টায় পল্লীভবনের ৫ম তলায় এ দিবস উদযাপন উপলক্ষে কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল-এর আয়োজন করা হয়। সকালে বিআরডিবির সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমাবায় বিভাগের সচিব এস এম গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close