নিজস্ব প্রতিবেদক

  ১৫ আগস্ট, ২০১৮

ঈদের যাত্রী ধরতে চলছে লক্কড়-ঝক্কড় বাস মেরামত

ঈদকে সামনে রেখে প্রতি বছরই পুরনো এবং লক্কড়-ঝক্কড় গাড়ি মেরামতের হিড়িক পড়ে যায় ওয়ার্কশপগুলোতে। রংচটা গাড়িতে দেওয়া হয় রঙের প্রলেপ। এতে গাড়িগুলো দেখায় নতুনের মতো। উদ্দেশ্য, ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়। এ বছর অবশ্য শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জের ধরে যোগ হয়েছে পুলিশের বাড়তি তদারকি, গাড়ির ফিটনেস ও কাগজপত্র যাছাই করা। সুতরাং রাস্তায় চলার অনুপযুক্ত গাড়িকে ‘নতুন’ করতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ওয়ার্কশপের শ্রমিকরা।

রাজধানীর ডেমরার একটি ওয়ার্কশপে দেখা গেল, সিটিতে চলা গাড়ির সঙ্গে দূরপাল্লার গাড়ি মেরামত করছেন শ্রমিকরা। নতুন সিট বসানো থেকে শুরু করে জানালার গ্লাস, গাড়ির ছাদের ফুটোফাটা বন্ধ করতে টিন কেটে লাগানো ও রঙের প্রলেপ দেওয়াÑ সবই হচ্ছে এই ওয়ার্কশপে। এই কর্মযজ্ঞের কিছু চিত্র এখানে তুলে ধরা হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close