বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ০৯ জুলাই, ২০১৮

রাকাব কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ২৪তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্র্সের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩০ কর্মদিবস ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্সে মোট ১৭জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে রাকাব চেয়ারম্যান ২০১৭-১৮ অর্থ বছরে রাকাব এ যাবতকালের সর্বোচ্চ ৪০.৩৮ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জনে সকল প্রশিক্ষণার্থী অবদান রাখায় তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আলমগীর ও প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক। তিনি এই কোর্স হতে আহরিত জ্ঞান শাখা পর্যায়ে পরিপুর্ণ প্রয়োগের মাধ্যমে ব্যাংকের ঋণ আদায়-বিতরণ কার্যক্রম, আমানত সংগ্রহ ও মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist