চট্টগ্রাম ব্যুরো

  ২৭ মে, ২০১৮

ব্যায়ামাগার খুলতে দেরি

কথা কাটাকাটির জেরে খুন হন আরাফাত

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন মোহরা কামাল বাজার এলাকায় ব্যায়ামাগার খুলতে দেরি হওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন হয়েছিলেন মো. আরাফাত (২০)। এসব তথ্য জানিয়ে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামি মো. আরমান (১৮)। মামলার তদন্ত কর্মকর্তা ও চান্দগাঁও থানার এসআই আমির হোসেন বলেন, শনিবার ভোররাতে আরমানকে কালুরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এদিন বিকালে সে আদালতে জবানবন্দি দিয়েছে। এরপর আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

জবানবন্দিতে আরমান জানিয়েছেন, কামাল বাজারে পপুলার জিম নামে একটি ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চা করেন নিহত আরাফাত। ওই ব্যায়ামাগারে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন আরমান। গত ২০ মে ইফতারির পর আরমান প্রতিষ্ঠান খুলতে দেরি করেন। শরীরচর্চা করতে গিয়ে আরাফাতকে অপেক্ষা করতে হয়। আরমান আসার পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ২১ মে রাত ৮টার দিকে আরাফাত ব্যায়ামাগারে যাচ্ছিলেন। কবির টাওয়ারের সামনে আরমান তাকে দেখে ডাক দেন। এরপর আরাফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় আরমানসহ আরো কয়েকজন। প্রসঙ্গত গত ২১ মে রাতে মোহরা কামাল বাজার এলাকায় কবির টাওয়ারের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাত করে আরাফাতকে হত্যা করে আরমানসহ তার সহযোগীরা। নিহত আরাফাত চান্দগাঁও থানার মোহরা ইস্পাহানি জেটি রোডের কামাল বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান এ কে খান গ্রুপে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরাফাতের মা গুলজার বেগম বাদী হয়ে আরমানকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন চান্দগাঁও থানায়। ঘটনার দিন স্থানীয়দের সহযোগিতায় নূর হোসেন বাপ্পী (২০) ও মো. আসিফ (১৮) নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে বাপ্পী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিল আদালতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist