নিজস্ব প্রতিবেদক

  ১৪ এপ্রিল, ২০১৮

রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী

প্রতিদিনের সংবাদের রূপম ভট্টাচার্য সেরাদের একজন

দৈনিক প্রতিদিনের সংবাদের ফটোসাংবাদিক রূপম ভট্টাচার্য ‘রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা-১৪২৫’ এ সেরাদের একজন নির্বাচিত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। বাংলা নববর্ষ উপলক্ষে রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে। দুই দিনব্যাপী এই প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত। জানা গেছে, সারা বাংলাদেশ থেকে মোট ১২০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। তাদের পাঠানো ছবি থেকে বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে তিনজনকে নির্বাচিত করেন নির্বাচকরা। তাদের মধ্যে প্রতিদিনের সংবাদের ফটো সাংবাদিক রূপম ভট্টাচার্য তৃতীয় হিসেবে বিবেচিত হয়েছেন।

এ অর্জন নিয়ে রূপম জানালেন, প্রথমে আমি রূপসী বাংলার কর্মকর্তা ও বিচারকদের ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে কী, আমি এ ধরনের প্রতিযোগিতায় এই প্রথম অংশগ্রহণ করেছি। আর এবারই প্রথম আমি সেরাদের একজন হতে পেরেছি। এ অর্জন আমাকে আগামীতে আরো ভালো ও সুন্দর কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরো বড় পরিসরে কোনো প্রতিযোগিতায় অংশ নিতেও উৎসাহ জোগাবে। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের খবরের ফটো সাংবাদিক এম. মিজানুর রহমান খান এবং দ্বিতীয় হয়েছেন দৈনিক সমকালের কাজল হাজরা। বিচারক সূত্রে জানা গেছে, উক্ত প্রতিযোগিতায় তিনজনের ছবিই সেরা হিসেবে বিবেচিত করা হয়। কিন্তু নিয়ম অনুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচনের জন্য লটারির মাধ্যমে সেরাদের নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, এফবিসিসিআইয়ের পরিচালক হেলেনা জাহাঙ্গীর, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও মহিলা আওয়ামী লীগের গবেষণা ও তথ্য সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist