নিজস্ব প্রতিবেদক

  ১৮ মার্চ, ২০১৮

বিমান দুর্ঘটনা প্রতিরোধে ৬ দফা দাবি

বিমান দুর্ঘটনা প্রতিরোধে সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছেন ন্যাপ ভাসানী ও গণমোর্চা নামে দুটি সংগঠন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লা?বের সাম?নে এক মানববন্ধ?নে সংগঠন দুইটির নেতারা এ দাবি জানান। বক্তারা বলেন, ‘ফ্লাইট সেফ?টি ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ও কারিগরি দক্ষতা বাড়াতে হবে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। বিদেশে অবস্থিত দুর্ঘটনাপ্রবণ বিমানবন্দরগুলো পরিত্যাগ করা।’

দেশের অভ্যন্তরে অবস্থিত সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তারা বলেন, ‘বার্ন ইউনিট, ট্রমা সেন্টারসহ বিশেষায়িত হাসপাতাল বিমানবন্দরের কাছাকাছি গড়ে তুলতে হবে।’ মানববন্ধনে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, গণমোর্চা সমন্বয়কারী মোহাম্মদ মাসুম ও কাজী আমানউল্লাহ মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist