নিজস্ব প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০১৮

ড. হাকীম রফিকুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া

হামদর্দের সিনিয়র পরিচালক মার্কেটিং বীর মুক্তিযোদ্ধা ড. হাকীম রফিকুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। ড. হাকীম রফিকুল ইসলাম হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টি, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং জার্নাল কমিটির সদস্য, হামদর্দ পাবলিক কলেজের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। হামদর্দের চিফ মোতোয়ালি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসরকারি বিমান ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, সংসদ সদস্য কাজী রোজী, আওয়ামী লীগ নেতা ড. নূহ-উল-আলম লেনিন, ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান, সাবেক সংসদ সদস্য ইদ্রিস আলী, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য, হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরী, ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবু তৈয়ব মো. জহিরুল আলম এবং হামদর্দ বিশ^বিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন হামদর্দের মোতোয়ালি ও উপব্যবস্থাপনা পরিচালক মো. জামাল উদ্দিন ভূঁইয়া রাসেল, পরিচালক তথ্য ও গণসংযোগ কাজী মনসুর-উল-হক, পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লে. কর্নেল (অব.) মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক প্রটোকল ও লিগ্যাল অ্যাফেয়ার্স মেজর (অব.) ইকবাল মাহমুদ চৌধুরী, পরিচালক উৎপাদন মিহির চক্রবর্তী, মোতোয়ালি ও পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডা. হাকীম নার্গিস মার্জান, পরিচালক বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া, মরহুমের দুই ছেলে সাইফুল ইসলাম (সুজন) ও শরিফুল ইসলাম (রাজন) প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist