ক্রীড়া ডেস্ক

  ১৯ নভেম্বর, ২০১৭

বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ

১৯৯৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বার্ষিকীতে আয়োজন করা হয়েছিল ‘নিদাহাস ট্রফি’ নামে একটি ত্রিদেশীয় সিরিজ। সে বার টুর্নামেন্টে অংশ নিয়েছিল শ্রীলঙ্কা, ভারত ও নিউজিল্যান্ড। আগামী বছর শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে আবারও আয়োজন করা হবে ওই টুর্নামেন্টের। ২০১৮ সালের মার্চে অনুষ্ঠিত ঐ সিরিজ। যেখানে স্বাগতিকদের সঙ্গে অংশগ্রহণ করবে বাংলাশে এবং ভারত।

খবরটি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা। গণমাধ্যমকে তিনি বলেন, ‘স¦াধীনতার ৭০ বছর উপলক্ষে আমরা এই সিরিজটি আয়োজন করতে চাই। আমাদের প্রতিবেশী দুই দেশকে নিয়ে উদ্যাপন করতে পারব বলে আমার বলে আনন্দটা আরো বেড়ে যাচ্ছে।’

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জহরি এ রকম সিরিজ আয়োজনের জন্য শ্রীলঙ্কাকে ধন্যবাদ জানিয়েছেন, ‘শ্রীলঙ্কার এই উদ্যাপনের সিরিজে আমন্ত্রণ পেয়ে আমরাও খুশি। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আমাদের সবচেয়ে কাছের বন্ধু। তাদের প্রস্তাবের সঙ্গে সঙ্গেই আমরা রাজি হয়েছি।’

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, এই টুর্নামেন্ট তিন দেশের ক্রিকেটীয় বন্ধন আরো মজবুত করবে। বাংলাদেশের ক্রিকেটে শ্রীলঙ্কান বোর্ডের অবদান সবারই জানা। এই আমন্ত্রণ প্রমাণ করে বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেটের কতো ভালো বন্ধু। এই টুনামেন্ট তিন দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরো মজবুত করবে এবং ক্রিকেটের অগ্রযাত্রায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist