ক্রীড়া ডেস্ক

  ১২ অক্টোবর, ২০১৭

অনুশীলনে ফিরলেন তামিম

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি খেলতে পারেননি তামিম ইকবাল। ইনজুরি ওয়ানডে সিরিজেও তাকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছিল। অবশেষে স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে। ঊরুর পেশির ইনজুরি কাটিয়ে কাল অনুশীলনে ফিরেছেন টাইগার ওপেনার। খেলবেন ওয়ানডে সিরিজ। তবে আজকের প্রস্তুতি ম্যাচে তামিমের মাঠে নামার সম্ভাবনা খুবই কম।

বেনোনিতে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলার সময় ঊরুর পেশিতে প্রথম চোট পান তামিম। সেরে উঠে প্রথম টেস্টে খেলার সময় আবার চোট পান। তারপর থেকে অনুশীলনের বাইরে ছিলেন। দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে বসে দেখেছেন দলের বিব্রতকর পরাজয়। ওয়ানডে সিরিজে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ দেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান। ম্যানগাউং ওভালে বুধবার প্রথমবারের মতো নেটে ব্যাটিং করেন তিনি। ব্যাটিং শেষে ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ও ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে জগিং করতে দেখা গেছে তাকে। অনুশীলন শেষে দলের ম্যানেজার মিনহাজুল আবেদীন জানান, আগের চেয়ে এখন অনেক ভালো আছেন তামিম। তিনি বলেছেন, ‘ও (তামিম) আজ (বুধবার) নেটে প্রথম ব্যাটিং করেছে। কালকের (আজ) প্রস্তুতি ম্যাচে ওর খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মাঠে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি, ওয়ানডে সিরিজের শুরু থেকেই খেলতে পারবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist