ক্রীড়া প্রতিবেদক

  ১৯ আগস্ট, ২০১৭

চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় স্মিথ-ওয়ার্নাররা

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে নাটক কম হয়নি। জল বহুদূর গড়ানোর পর এসেছে সমাধান। দুই বছর ধরে ঝুলে থাকা সফরটা অবশেষে আলোর মুখ দেখতে চলেছে। নিরাপত্তা ইস্যু, ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব নিরসনের পর অবশেষে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। কাল রাতেই যে ঢাকায় পা রেখেছেন স্মিথ-ওয়ার্নাররা। রাত পৌনে এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন অজি ক্রিকেটাররা। সেখান থেকে অতিথিদের সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হয়। রাতের বিশ্রাম সেরে আজই অনুশীলনে নেমে পড়ার কথা সফরকীরাদের। দুই ম্যাচের টেস্ট সিরিজ, প্রস্তুতি তথা সার্বিক বিষয় নিয়ে আজ মিরপুরে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্মিথরা।

কাল রাত থেকেই শুরু হয়েছে সেই নিরাপত্তা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কাল বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়াকে টিম হোটেলে পৌঁছানো হয়। তবে এই সফরের জন্য স্মিথ-ওয়ার্নাররটা কতটা মুখিয়ে আছেন সেটা বোঝা যাচ্ছে কদিন ধরেই। কাল উড়োজাহাজে চড়েই টুইট করেছেন ডেভিড ওয়ার্নার। নাথান লায়নের সঙ্গে ইনস্টাগ্রামের ছবি ট্যাগ করে লিখেছেন ‘ঢাকা, আমরা আসছি।’ বাংলাদেশে রওনা হয়ে গেছে অস্ট্রেলিয়া দল। আসার আগে অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের চ্যালেঞ্জটা ভালোই জানা আছে দলের।

নিজেদের সবশেষ টেস্টে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে সবশেষ টেস্টে হারিয়েছে ইংল্যান্ডকে। টেস্টে বাংলাদেশের উন্নতিটা জানেন স্মিথ। তাই জানেন এখানে অপেক্ষায় কঠিন সময়। এই বছরের শুরুর দিকে ভারতে সফর করে গেছে অস্ট্রেলিয়া। প্রায় একই কন্ডিশনে খেলার সেই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক। তাকিয়ে আছেন তিনি টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচটিতেওম, ‘নিজেদের কন্ডিশনে ওরা খুব ভালো দল। খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ওরা। আমাদের জন্য দারুণ হবে যদি আমরা ওখানে কিছু সময় কাটাতে পারি এবং ওই কন্ডিশনে খেলতে পারি। যেন দেখাতে পারি ভারত থেকে আমরা কি শিখেছি।’ ওয়ার্নার আরো বলেছেন, ‘আশা করি, ছেলেরা অনেক শিখেছে এবং আমরা সেটি এই সফরে বয়ে নিতে পারব। আশা করি, সফর সফল হবে।’

স্পিনিং উইকেটের আশা নিয়েই বাংলাদেশে আসছেন স্মিথ। সেক্ষেত্রে দুই স্পিনার নিয়ে একাদশ সাজানোর কথাও জানিয়ে রাখলেন, ‘আবহাওয়া যদি ভালো থাকে, তাহলে আমরা এমন উইকেট পেতে যাচ্ছি যা স্পিন করবে। সেই ক্ষেত্রে বলতে দ্বিধা নেই আমরা দুই স্পিনার নিয়ে নামব। ওখানে গিয়ে দেখতে হবে কন্ডিশন কেমন এবং চেষ্টা করতে হবে দ্রুত মানিয়ে নিতে। টেস্টে যেমন উইকেটে খেলব, প্রস্তুতি ম্যাচেও তেমন উইকেট পেলে দারুণ হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist