খেলা ডেস্ক

  ২৮ মার্চ, ২০১৭

আজই সিরিজ জয়ের উৎসব?

মাইলফলকের টেস্টে ঐতিহাসিক জয়, অতঃপর দূরালাপনিতে দেশ থেকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। প্রথম ওয়ানডে জয়ের পরও দৃশ্যটা একই থাকল। আজ দ্বিতীয় ওয়ানডেতেও এর পুণরাবৃত্তিতে মরিয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ড-ভারত সফরের দুঃস্মৃতি ভুলে কার্যত মধুর স্বপ্নে বিভোর টাইগাররা। লঙ্কা সফরটা চিরস্মরণীয় করে তুলতে আজই সিরিজটা নিজেদের করতে লড়াই করবে মাশরাফি বিন মর্তুজার দল।

মুত্তিয়া মুরালি ধরণের নেতৃত্বে শ্রীলঙ্কার আগুন বোলিং, ব্যাটিংয়ে কুমার সাঙ্গাকারাদের একচ্ছত্র আধিপত্য। এসবকিছুই এখন অতীত হয়ে গেছে। শ্রীলঙ্কা দলে এখন নতুনের ছড়াছড়ি। কয়েকজন কিংবদন্তি হারানোর ধাক্কাটা পুরোপুরি সামলে নিতে পারছে না লঙ্কানরা। একদিনের ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশ স্বাগতিকদের নির্বাসন পক্রিয়ায় আরেকটা বড়সড় ধাক্কা দিল প্রথম ম্যাচে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে।

আক্ষরিকভাবেই আজ তাই লঙ্কানদের জন্য ডাম্বুলার দ্বিতীয় ওয়ানডেটা সিরিজ বাঁচানোর উপলক্ষ্য। যেখানে বাংলাদেশের জন্য প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ হয়ে এসেছে আজকের দ্বৈরথটা। সুযোগটা কাজে লাগাতে প্রয়োজনে প্রথম ম্যাচের একাদশেও পরিবর্তনে আনতে পারে বাংলাদেশ। পরিবর্তনের ইঙ্গিতটা কাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেই দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাইশ গজের লড়াইটা সবুজ ঘাসে হচ্ছে বলেই একাদশে পরিবর্তনের কথা ভাবছে অতিথি শিবির। তবে আজ সকালে উইকেট দেখেই একাদশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানালেন মাশরাফি। বলেছেন, ‘২০১৫ সালে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার আমরা উইনিং কম্বিনেশন ভেঙেছিলাম। কালকের (আজ) উইকেট ভিন্ন হতে পারে, এটা আমাদের মাথায় আছে।’

তবে সিরিজে ফিরতে জয়ের কোনো বিকল্প ভাবছে না শ্রীলঙ্কা। আজ মাঠে তিন তিনটে পরিবর্তিত খেলোয়াড় দেখা যেতে পারে। টানা ছয়টি ওয়ানডে ম্যাচে হারা শ্রীলঙ্কার জন্য তাই দ্বিতীয় ম্যাচটা অগ্নিপরীক্ষাও বটে। ডাম্বুলায় টানা চতুর্থ হার ঠেকানোর লড়াইয়ে লঙ্কানদের আন্ডারডগই ভাবা হচ্ছে, ফেভারিটের তকমা বাংলাদেশের উপর। যে কারণে এখন থেকেই ‘বাংলাওয়াশ’ নিয়ে ফিসফাস শুরু হয়ে গেছে!

তারুণ্যের শ্রীলঙ্কা দলের সেরা তারকা অ্যাঞ্জেলো ম্যাথুস। যিনি আবার লঙ্কান দলের অধিনায়ক। অতর্কিত ইনজুরি তাকে সিরিজ থেকে ছিটকে দিয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে উপুল থারাঙ্গা প্রথম ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দিয়ে টের পেয়েছেন অধিনায়কের ভার কতটা ভারী।

লঙ্কান শিবিরে মরার উপর খাড়ার ঘা হয়ে আবার ঢুকে পড়েছে ইনজুরি। নিষেধাজ্ঞা কাটিয়ে এ ম্যাচের জন্য নিরোশান ডিকওয়েলার মাঠে নামার কথা থাকলেও চোট তাকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তার পরিবর্তিত হিসেবে দিলরুয়ার পেরেরাকে ডেকে পাঠিয়েছেন নির্বাচকরা। শুধু ব্যাটিং নয়, বোলিং বিভাগের শক্তিমত্তাও বাড়িয়েছে লঙ্কানরা। অতিরিক্ত পেসার হিসেবে দুই ‘নুয়ান’কে ডাকা হয়েছে দলে। নুয়ান প্রদীপ এবং নুয়ান কুলাসেকারার অন্তর্ভূক্তি ম্যাচে সুরঙ্গ লাকমলের ভাগ্যকেও শংসয়ে ফেলে দিয়েছে।

মূলত প্রথম ওয়ানডেতে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিংকে মোকাবেলা করতেই বোলিং বিভাগে বাড়তি মনোযোগ লঙ্কানদের। তবে প্রতিপক্ষের বোলিং লাইন নিয়ে হয়তো ভাবছেন না টাইগার ব্যাটসম্যানরা। দলের জন্য আরেকটা কার্যকর ইনিংস খেলতে চাইবেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান তামিম ইকবাল। বাঁ-হাতি ওপেনারের সামনে দারুণ এক রেকর্ডের হাতছানি। প্রথম ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার মাটিতে টানা তিনটি শতকের সুযোগ তার সামনে। তামিমের মতো ব্যাট হাতে রানের ফুল্কিধারা অব্যাহত রাখতে মরিয়া সাব্বির রহমান রুম্মন। তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও চাইবেন তার স্বভাবসুলব পারফর্ম করতে। আগের ম্যাচে লঙ্কানদের খড়কুটোর মতো উড়িয়ে দিতে সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

সম্ভাব্য একাদশ :

শ্রীলঙ্কা : ডানুস্কা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, ডিনেশ চান্দিমাল, অ্যাশলে গুনারতেœ, মিলিন্ডা শিরিবর্ধনে, ধনঞ্জয় ডি সিলভা/সাচিথ পাথিরানা, থিসারা পেরেরা, সুরঙ্গ লাকমল/নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, লাকশান সান্ডাকান

বাংলাদেশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist