ক্রীড়া ডেস্ক

  ১২ আগস্ট, ২০২০

তাস খেলার পরামর্শ ব্রেট লির

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানে কেবল ২২ গজে ক্রিকেটারদের ধুন্ধুমার লড়াই নয়। অনেকের কাছে খেলার বাইরে বিনোদনের এক জগৎ। অনুশীলন ও খেলার বাইরে একসঙ্গে দল বেঁধে রেস্টুরেন্টে যাওয়া, বিজ্ঞাপনের শুটিং, মালিকের বাড়িতে ডিনারে অংশগ্রহণসহ আরো কত কী। কিন্তু করোনার এ সময়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এবারের টুর্নামেন্টে এই সুযোগগুলো থাকছে না তা অনুমেয়ই। তাহলে সময় কাটানোর উপায়? সেই রাস্তাটাই দেখিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি। তাস খেলে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন তিনি।

১৯ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ৫৩ দিনের লম্বা এই টুর্নামেন্ট ক্রিকেটারদের থাকতে হবে জৈব সুরক্ষিত বলয়ে। অনুশীলন ও খেলা ছাড়া তেমন বাইরে যাওয়ার অনুমতি থাকবে না। এর ফলে হোটেলবন্দি থাকতে হবে ক্রিকেটারদের। যেহেতু খেলার অনেক আগেই মরুর দেশে পৌঁছে যাবে দলগুলো, সেহেতু প্রায় আড়াই মাসের লম্বা সময়ে অবসাদ পেয়ে বসতে পারে ক্রিকেটারদের। তাই এখন থেকেই গিটার বাজানো শিখতে বলেছেন ব্রেট লি। আর সঙ্গে নিতে বলেছেন তাস। তবে সবার আগে ক্রিকেটারদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। স্মরণ করিয়ে দিয়েছেন আইপিএল না হলে সৃষ্টি হতে পারত একটি বিপর্যয়ও, ‘প্রথমত স্বাস্থ্যের কথা ভেবে আপনাকে সামাজিক দূরত্ব এবং কোভিড-১৯ নির্দেশনা মেনে চলতে হবে। আমার বিশ্বাস খেলোয়াড়রা নিয়মবহির্ভূত কিছু করবে না। তাদের দল ও সমর্থকদের জন্য বিষয়টি ভালো হবে। কারণ আইপিএল অনুষ্ঠিত না হলে বিপর্যয় হতো, তাই না?’

ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএলের জনপ্রিয়তা তুঙ্গে। তাই সবার চোখই থাকবে আরব আমিরাতে। সে ক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে ক্রিকেটারদের নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকার গিটার প্রীতির কথা সবারই জানা। ভারতে আইপিএল খেলতে এসে গানও গেয়েছেন তিনি। অন্য খেলোয়াড়রাও যেন তার দেখানো পথে হাঁটতে পারে, তাই নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন ব্রেট লি, ‘আট থেকে নয় সপ্তাহের টুর্নামেন্ট। তারা সত্যিকার অর্থে ভালো বেতন দিচ্ছে। তারা বিশ্বকে ভালো কিছু উপহার দিতে চায়। তাই আটটি সপ্তাহ উপভোগ করুন। গিটার শিখুন। দেখুন, আমি আমার ঘরের মধ্যে থাকতেই পছন্দ করি। আমার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ত না বা গলফ খেলতে হতো না। গিটার শেখো, তাস খেলো, মজা করো।’

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে লির। ২০১২ সালে নাইট রাইডার্সের হয়ে শিরোপাও জিতেছেন। এবারের আইপিএলের আগে তাই নিজের পুরোনো দুই দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close