ক্রীড়া ডেস্ক

  ০৭ আগস্ট, ২০২০

পুলিশের জিজ্ঞাসাবাদে ক্লান্ত রোজ

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নিয়মিত মুখ। টটেনহাম হটস্পারের হয়ে খেলছেন এক যুগেরও বেশি সময় ধরে। এরপরও কেবল কৃষ্ণাঙ্গ হওয়ার দায়ে বারবার ইংল্যান্ডের রাস্তা-ঘাটে পুলিশি জিজ্ঞাসাবাসের সম্মুখীন হতে হয় ড্যানি রোজকে। এক ডিজিটাল অডিও ফাইলে এই উইঙ্গার জানিয়েছেন, কীভাবে প্রাত্যহিক জীবনে বর্ণবাদী আচরণ সহ্য করে যেতে হয় তাকে।

রোজের মত, মানুষের চিন্তাধারা না বদলালে বর্ণবাদও থামানো যাবে না। তিনি জানান, ১৫ বছর বয়স থেকেই বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছেন। এখন তার বয়স ৩০। সবশেষ গত সপ্তাহেও মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাকে, ‘আমি মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গাড়ি পার্ক করতে করতে দেখি পুলিশ হাজির। তারা সঙ্গে সাঁজোয়া যানও এনেছে। পুলিশের গাড়িই ছিল তিনটি। সবাই মিলে আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিল। তাদের কাছে নাকি খবর আছে এই রাস্তায় নিয়ম মেনে গাড়ি চালানো হচ্ছে না। তো আমি বললাম, ঠিক আছে। কিন্তু সেই গাড়িটা যে আমারই গাড়ি তা আপনারা জানলেন কী করে? আমি আমার আইডি বের করতে করতে তারা আমার শরীরে অ্যালকোহল পরীক্ষা করা শুরু করে দিল। এখন বলুন আমি কী করব? এটা এখন আমার জন্য স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ১৫ বছর হয়ে গেছে এখনো কিছু বদলায়নি। ওদের প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত হয়ে পড়েছি।’

রোজ বলছেন, রাস্তাঘাটে নিয়মিতই পুলিশ তার গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে, গাড়ি থামালে প্রতিবার ওই একই প্রশ্নÑ এই গাড়ি কি আমার? আমি কিনেছি? আমি কি প্রমাণ করতে পারব এই গাড়ি আমি কিনেছি? আমি এখানে কী করছি? ব্যক্তিগত গাড়ি শুধু নয়, গণপরিবহনেও ঝামেলা পোহাতে হয় বলে জানিয়েছেন রোজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close