reporterঅনলাইন ডেস্ক
  ০১ এপ্রিল, ২০২০

বেতন কাটার প্রস্তাব দিয়েছিলেন মেসি

দাবি বার্সা সভাপতির

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গেছে বিশ্বের প্রায় সব দেশের খেলাধুলা। মাঠে খেলা না থাকায় ফুটবলারদের আয় কিছুটা হলেও কমে গেছে। এর মধ্যে আবার বেতন কেটে নেওয়ার ঘোষণা এসেছে বার্সেলোনার তরফ থেকে। এ নিয়ে ক্লাবের ভেতরে ফুটবলারদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। চলছে বিতর্ক।

মেসিদের বেতনের ৭০ শতাংশ কেটে তা করোনাভাইরাস মোকাবিলায় তহবিলে দান করা হবে। স্প্যানিশ মিডিয়ায় খবর বেরিয়েছে, এভাবে পারিশ্রমিক কর্তনে রাজি ছিলেন না দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। যদিও বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ দাবি করলেন, লিওনেল মেসিরা রাজি ছিলেন। আর বেতন কাটার প্রস্তাবটা নাকি মেসির কাছ থেকেই এসেছে! বার্তোমেউয়ের ভাষ্য, ‘মেসিই আমাকে বলেছিল পারিশ্রমিক কমিয়ে দিতে আর কর্তন করা অর্থ করোনা তহবিলে দান করতে। তাই আমরা কিছু বলিনি।’

বার্সেলোনার মূল অধিনায়ক মেসি। তার সহকারী আছেন আরো তিনজন। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। এ নিয়ে কেন বিতর্ক হয়েছে সেটাও বলেছেন বার্তোমেউ, ‘সম্ভবত ক্লাবের বাইরের লোকরা খেলোয়াড়দের যা বলেছিল, তা শুনে হতাশ হয়েছিল। যদিও তারা কিছুই জানে না। অধিনায়কদের সঙ্গে আলোচনা করেই আমি এবং অস্কার গ্রাউ (বার্সার প্রধান নির্বাহী) সিদ্ধান্ত নিয়েছি।’ সূত্র : গোল ডট কম

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close