ক্রীড়া ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২০

তৃতীয় রাউন্ডে নাদাল-হালেপ

কোর্টের লড়াইয়ে দাপট দেখিয়ে চলেছেন রাফায়েল নাদাল। দুরন্ত পারফরম্যান্সে চালিয়ে যাচ্ছেন জয়রথ। তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেছেন ক্লে-কোর্টের রাজা।

মেলবোর্নে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে স্প্যানিশ এ সুপারস্টার হারিয়েছেন ফেডেরিকো ডেলবোনিসকে। প্রথম সেট খুব সহজেই ৬-৩ গেমে জেতেন নাদাল।

কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেন আর্জেন্টাইন প্রতিপক্ষ। সেটটি টাই করেন ৬-৭ গেমে। কিন্তু শেষ রক্ষা হয়নি। টাইব্রেকারে ৭-৪ গেমে জিতে এগিয়ে যান ১৯ বারের গ্র্যান্ড সø্যাম জয়ী।

কিন্তু তৃতীয় সেটে বলতে গেলে কোনো ধরনের প্রতিরোধই গড়তে পারেননি ডেলবোনিস। ৬-১ গেমে হার মেনে নাদালের হাতে তুলে দেন বছরের প্রথম গ্র্যান্ড আসরের তৃতীয় রাউন্ডের প্রবেশপত্র।

এদিকে নারী এককে তৃতীয় রাউন্ডের উঠলেন নারী এককে অন্যতম ফেভারিট দ্বিতীয় বাছাই ক্যারোলিনা প্লিসকোভা ও চতুর্থ বাছাই সিমোনা হালেপ। এছাড়া শীর্ষ তারকাদের মধ্যে ষষ্ঠ বাছাই বেলিন্ডা বেনচিচ, স্প্যানিশ তারকা গারবিনে মুগুরুজা, জার্মান তারকা অ্যাঞ্জেলিক কেরবার পেয়েছেন তৃতীয় রাউন্ডের টিকিট। পুরুষ এককে শেষ ৩২-এ খেলা নিশ্চিত করেছেন অস্ট্রিয়ার ডমিনিক থিম, রাশিয়ার দানিল মেদভেদেভ ও জার্মানির আলেক্সান্ডার জেভেরেভ।

চেক তারকা প্লিসকোভা গতকাল দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-৩ গেমে হারান জার্মানির লরা গিসমুন্ডকে। এদিন অন্যতম ফেভারিট ও বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ ৬-২, ৬-৪ গেমের জয় তুলে নেন ব্রিটেনের হ্যারিয়েট ডার্টকে হারিয়ে।

নারী এককে দুবারের গ্র্যান্ড সø্যাম চ্যাম্পিয়ন মুগুরুজা ৬-৩, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার আইলা টমলিয়ানোভিচকে, তিনবারের গ্র্যান্ড সø্যাম চ্যাম্পিয়ন কেরবার ৬-৩, ৬-২ গেমে অস্ট্রেলিয়ার প্রিসিলা হনকে, ষষ্ঠ বাছাই বেনচিচ ৭-৫, ৭-৫ গেমে সাবেক ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন লাটভিয়ার ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে ও ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচ ৬-৪, ৬-২ গেমে ফ্রান্সের অ্যালিজ কর্নেটকে হারান।

ফ্রেঞ্চ ওপেনে টানা দুবার ফাইনালে উঠা থিয়েম ৬-২, ৫-৭, ৬-৭ (৫/৭), ৬-১, ৬-২ গেমের স্নায়ুক্ষয়ী জয় পান যুক্তরাষ্ট্রের অ্যালেক্স বোল্টের বিপক্ষে। এছাড়া ইউএস ওপেন ফাইনালিস্ট দানিল ৭-৫, ৬-১, ৬-৩ গেমে স্পেনের পেদ্রো মার্টিনেজকে, জার্মান তারকা জেভেরেভ ৭-৬ (৭/৫), ৬-৪, ৭-৫ গেমে বেলারুশের ইগর গেরাসিমভকে, অস্ট্রেলিয়ার নিক কিরিওস ৬-২, ৬-৪, ৪-৬, ৭-৫ গেমে ফ্রান্সের জাইল সিমনকে ও মনফিলস ৪-৬, ৭-৬ (১০/৮), ৬-৪, ৭-৫ গেমে ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচকে হারান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close