ক্রীড়া ডেস্ক

  ১৪ ডিসেম্বর, ২০১৯

বৃষ্টিই খেলছে রাওয়ালপিন্ডি টেস্ট!

ক্রিকেটের আজন্ম শত্রু বৃষ্টিÑ সেটা কারো অজানা নয়। তবে সাম্প্রতিককালে বৃষ্টির সঙ্গে পাকিস্তান ও শ্রীলঙ্কার বৈরিতা যেন সব প্রতিদ্বন্দ্বিতাকে ছাড়িয়ে গেছে! তা না হলে পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি হলেও বৃষ্টি তাতে বাঁধ সাধে কেন?

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত গত ক্রিকেট বিশ্বকাপে দুদলের ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। গত ২৭ সেপ্টেম্বরে পাক-লঙ্কা ম্যাচ দিয়েই ১০ বছর পর করাচিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল প্রথম ওয়ানডে। সে দিনও কোনো বল মাঠে গড়ায়নি প্রবল বর্ষণে। সেই শ্রীলঙ্কাকে দিয়েই এক দশকেরও বেশি সময় পর খুলেছে পাকিস্তানের টেস্ট দুয়ার। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে এবারও দুদলকে নিয়ে খেলতে শুরু করছে বেরসিক বৃষ্টি!

কাল তৃতীয় দিন মাত্র ৫.২ ওভার খেলা গড়িয়েছে। তিন দিনে লঙ্কানরা প্রথম ইনিংসে খেলতে পেরেছে মাত্র ৯১.৫ ওভার। ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৮২ রান। ফলে পাকিস্তানে প্রত্যাবর্তনের টেস্ট ম্যাচটা নিশ্চিত ড্রয়ের পথেই এগোচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close