ক্রীড়া ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০১৯

ধাওয়ানের বদলি স্যামসন

চোট পেয়েছেন শিখর ধাওয়ান। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না ভারতীয় এ ওপেনার। তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন।

সৈয়দ মোশতাক আলী ট্রফিতে মহারাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ধাওয়ানের বাঁ-হাঁটু কেটে যায়। ক্ষতটা গভীর হওয়ায় সেলাই দিতে হয়েছে। সেলাই কেটে তার সুস্থ হতে আরো সময় লাগবে। বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ভারতের জেতা টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন সঞ্জু স্যামসন। এরপর তিনি একটি ম্যাচও খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ছিলেন না স্যামসন। ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ভারত-ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে ১৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ঠিকই খেলবেন ধাওয়ান।

ভারতীয় টি-টোয়েন্টি দল : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, ঋষভ পন্ত, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, দীপক চাহার, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও সঞ্জু স্যামসন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close