ক্রীড়া প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০১৯

হতভাগাদের হতাশা বাড়াল সিএবি

কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলের টেস্টের ইতি ঘটেছে সোয়া দুই দিনেই। বাস্তবে, তৃতীয় দিন এক ঘণ্টাও গড়ায়নি ম্যাচ। তার আগেই দাঁড়ি পড়েছে মমিনুল হক-মুশফিকুর রহিমদের দ্বিতীয় ইনিংসে। ইনিংস ও ৪৬ রানে জিতেছে বিরাট কোহালির ভারত। গড়েছে নানা রেকর্ডও।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কাল ম্যাচ শেষে জানালেন, ‘সোমবারও (আজও) ইডেন হাউসফুল থাকত। কারণ সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। যাদের কাছে গোলাপি বলে টেস্টের চতুর্থ বা পঞ্চম দিনের টিকিট ছিল, স্বাভাবিকভাবেই তাদের গ্রাস করছে হতাশা। ইডেনে এসে ঐতিহাসিক টেস্টের সাক্ষী হতে পারলেন না তারা।

এই হতভাগাদের মনে একটাই প্রশ্নÑ চতুর্থ ও পঞ্চম দিনের টিকিটের টাকা কি ফেরত দেওয়া হবে? তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের হতাশা আরো বাড়িয়েই দিয়েছে। সিএবির এরই মধ্যে জানিয়ে দিয়েছে, টেস্ট তৃতীয় দিনে শেষ হয়ে যাওয়ায় তাদের কিছুই করার নেই। টিকিটের টাকা ফেরত দেওয়ারও প্রশ্ন উঠে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close