reporterঅনলাইন ডেস্ক
  ০৬ নভেম্বর, ২০১৯

পাওয়ার প্লেয়ার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চালু করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ধরনের বিপ্লব এনে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার আরেকটা নতুনত্ব দেখা যেতে পারে আইপিএলে। পরবর্তী আসর থেকে ‘পাওয়ার প্লেয়ার’-এর ভূমিকায় খেলতে দেখা যেতে পারে নতুন কাউকে।

কী এই ‘পাওয়ার প্লেয়ার’? জানা গেছে, চূড়ান্ত এগারোজন ক্রিকেটার নয়, একটা দল ১৫ জনের নাম ঘোষণা করবে। এরপর যেকোনো সময় উইকেট পড়লে বা ওভারের শেষে একজনের বিকল্প হিসেবে ১৫ জনের মধ্য থেকে বাইরে থাকা কোনো ক্রিকেটারকে নামিয়ে দেওয়া যাবে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘মনে করুন, শেষ ওভারে কোনো দলকে ২০ রান তুলতে হবে। আর ডাগ-আউটে আন্দ্রে রাসেলের মতো কেউ বসে আছে। যে পুরো সুস্থ না থাকায় প্রথম একাদশে ছিল না। এবার রাসেলকে ওই অবস্থায় নামিয়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। আবার ধরুন, শেষ ওভারে প্রতিপক্ষের দরকার ছয় রান। জাসপ্রিত বুমরার মতো কোনো বোলার বাইরে রয়েছে। তখন কী করবে সেই ফিল্ডিং টিমের অধিনায়ক? সোজা বুমরাকে মাঠে নামিয়ে দেবে। এই নিয়মটা চালু হলে সেটা একটা দারুণ সিদ্ধান্ত হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close