ক্রীড়া ডেস্ক

  ১৪ অক্টোবর, ২০১৯

নিউজিল্যান্ডে যুবাদের ইতিহাস

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চতুর্থ ম্যাচটা হারতে হলেও কাল পঞ্চম ম্যাচে ঠিকই জয় পেয়েছে টাইগার যুবারা। গতকাল রোববার সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ইতিহাস গড়ল যুবারা। বাংলাদেশ জাতীয় দল যেখানে কখনোই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে পারেনি, সেখানে অনূর্ধ্ব-১৯ দল সিরিজ জয় করে দেখাল।

শেষ ম্যাচে এসে সিরিজের সেরা ব্যাটিং পারফরম্যান্সই দেখিয়েছে মিনি টাইগাররা। কাল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলেছে তারা।

সেঞ্চুরি অবশ্য নেই একটিও। তবে মাঝারি ইনিংস খেলেছেন বেশ কয়েকজন। ওপেনার তানজিদ হাসান ৫৯ বলে ১১ চার-২ ছয়ে করেছেন ৭১ রান। অপর ওপেনার পারভেজ হোসেন ইমন, শাহাদত হোসেন ও অভিষেক দাস করেছেন সমান ৪৮ রান করে।

পরে কিউইদের বেশিদূর এগোতে দেননি শরিফুল ইসলাম। পুরো সিরিজেই দুর্দান্ত বোলিং করা পঞ্চগড়ের এই পেসার শেষ ম্যাচে তোপ দাগলেন। কিউই ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেওয়া শরিফুল ৮ দশমিক ৪ ওভার বোলিং করে ৪৩ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। এ ছাড়া রাকিবুল হাসান ১০ ওভারে ৫৫ রান খরচায় ঝুলিতে পুরেছেন ২ উইকেট। তাতে নিউজিল্যান্ডের তরুণরা ৪৩ দশমিক ৪ ওভারে গুটিয়ে গেছে ২৪৩ রানেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close