ক্রীড়া ডেস্ক

  ২১ আগস্ট, ২০১৯

নিউমোনিয়ায় আক্রান্ত জুভেন্টাস কোচ

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ঠাণ্ডা জ্বরে ভুগছেন মাউরিজিও সারি। তবে শারীরিক অস্বস্তি ক্রমেই বেড়েই চলেছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, জুভেন্টাস বসের শরীরে নিউমোনিয়া হানা দিয়েছে। নিউমোনিয়ার কারণে ত্রিস্তেনিয়ার বিপক্ষে নিজ দলের প্রীতি ম্যাচে উপস্থিত থাকতে পারেননি সারি। গত সোমবারও ক্লাব ছেড়ে বাইরে বের হননি রোনালদো-ডি লিটদের গুরু। যার ফলে শঙ্কা তৈরি হয়েছে শনিবার পার্মার বিপক্ষে সিরি ‘আ’-এর উদ্বোধনী ম্যাচে ডাগআউটে তার উপস্থিতি নিয়েও।

তবে গতকাল তিনি জুভেন্টাস ট্রেনিং সেন্টারে (জেটিসি) কিছু সময় কাটিয়েছেন বলে এক বিবৃতিকে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ, ‘মাউরিজিও সারি আজ (কাল) জেটিসিতে তার কোচিং স্টাফদের সঙ্গে কিছুক্ষণ কাজ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি অনুশীলন সেশন পরিচালনা করতে পারেননি।’এক বছর স্ট্যামফোর্ড ব্রিজে কাটিয়ে চলতি বছরের জুনে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির উত্তরসূরি হিসেবে যোগ দেন জুভেন্টাসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close