ক্রীড়া প্রতিবেদক

  ১৯ আগস্ট, ২০১৯

দলাদলির গুঞ্জন উড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ

জাতীয় দলের অন্যতম নির্ভরতা মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু বিশ্বকাপ পারফরম্যান্স ছিল করুণ। শুরু হয়েছিল তীব্র্র সমালোচনা। তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এরপর এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সাকিব। অবশেষে কাল মুখ খুললেন মাহমুদউল্লাহ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, সাকিবের সঙ্গে কোনো ‘গ-গোল’ নেই আমার।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয়, এ ধরনের বিষয় নিয়ে কথা না বলাই ভালো। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। শুধু একটা কথাই বলতে চাই, যেভাবে মিডিয়াতে ব্যাপারগুলো উপস্থাপন করা হয়েছে, তেমন কিছু হয়নি। উপস্থাপন ভিন্নভাবে হতে পারত। আমার মনে হয় না কোনো সতীর্থের সঙ্গে গ-গোল আছে। আমরা এখনো খুব ভালো বন্ধু। এটুকুই বলতে চাই।’

তিনি আরো বলেন, ‘ড্রেসিংরুমে আপনারা (সাংবাদিকরা) চাইলে আসতে পারেন। আমরা কীভাবে কথা বলি, একজন আরেকজনের সঙ্গে কেমন মজা করি, কত ভালোভাবে সময় কাটাই সেটা দেখতে পারেন। আপনাদের স্বাগত জানাচ্ছি, এসে দেখে যেতে পারেন ড্রেসিংরুম। ছোট হোক, বড় হোক আমরা একজন একজনের সঙ্গে কতটুকু ভালোভাবে থাকি দেখুন। সবসময় চেষ্টা করি যেন সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারি, দলের জন্য ভালো খেলতে পারি। সবসময় এটা বলি, আজও এটা বলি, ভবিষ্যতেও এটাই বলব সবকিছু ঠিকভাবেই চলছে।’

সংবাদ সম্মেলন ওখানে শেষ হলেও ফেসবুকে কিছু সংবাদমাধ্যমের ওপরে ক্ষোভ উগড়ে দিয়ে ‘দ্য সাইলেন্ট কিলার’ বলেন, ‘একটি শিরোনাম দেখলাম, সাকিবের সঙ্গে ড্রেসিংরুমের ঘটনাটা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সত্যি হলো সাকিবের সঙ্গে আমার কোনো রকমের দ্বন্দ্ব বা সমস্যা হয়নি। আমরা যত দিন ধরে একসঙ্গে খেলছি, খুবই ভালো সতীর্থ ছিলাম। এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব। সাকিবের সঙ্গে আমার কোনো রকমের কিছু হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার মনে হয়েছে, এটা পরিষ্কার করে বলা দরকার। এ কারণেই এ ভিডিওটা দেওয়া হচ্ছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close