ক্রীড়া ডেস্ক

  ১৩ জুন, ২০১৯

হ্যাজলউডের কষ্ট!

পিঠের চোটটা না থাকলে এখন হয়তো অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকতেন ইংল্যান্ডে। খেলতেন বিশ্বকাপও। কিন্তু সে রকম কিছুই হয়নি, চোটের কারণে জায়গা হয়নি অজি স্কোয়াডে। আক্ষেপ করে তাই বিশ্বকাপের খেলাও দেখছেন না জস হ্যাজলউড।

এ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দৈনন্দিন জীবনেও মানুষের আলোচনার বড় অংশ জুড়ে আছে বিশ্বকাপ ক্রিকেট। সাবেক তারকা খেলোয়াড়রাও জানাচ্ছেন তাদের অভিমত। কেউ কেউ ক্রিকেটারদের প্রশংসা করছেন, কেউবা সমালোচনা। মোটের ওপর বিশ্বকাপ নিয়েই আছেন সবাই। তবে ব্যতিক্রম এই অস্ট্রেলিয়ান পেসার। ২৭ বছর বয়সি এই ক্রিকেটারের জন্য বিশ্বকাপ দেখাটাই নাকি খুব কষ্টকর।

পিঠের চোট সেই জানুয়ারি থেকেই ভোগাচ্ছে হ্যাজলউডকে। এ কারণে বিশ্বকাপ দলে নেই তিনি। আর তাই আপাতত প্রস্তুতি নিচ্ছেন সামনের অ্যাশেজ সিরিজ নিয়ে। কুইন্সল্যান্ডের ব্রিসবেনে বর্তমানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে আছেন হ্যাজলউড। সেখানে সঙ্গী হিসেবে পেয়েছেন বিশ্বকাপে সুযোগ না পাওয়া আরো দুই ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্ব ও ট্রাভিস হেডকে। তবে এই দুজনের চেয়ে হ্যাজলউডের দুঃখটাই যেন বেশি। বিশ্বকাপে খেলছে তার সতীর্থরা অথচ কোনো খেলাই নাকি দেখছেন না এই পেসার, ‘আমি সম্পূর্ণ মনোযোগ আপাতত এখানে (এ দলে) দিচ্ছি। আমি যা করছি, সেটাই এখন আমার সব।’

বিশ্বকাপ কেন দেখছেন না, সেটিরও ব্যাখ্যা দিয়েছেন হ্যাজলউড, ‘আমি রাতে যখন বাসায় ফিরি, তখন হয়তো কয়েকটা ওভার দেখি। কিন্তু আমি পারতপক্ষে এড়িয়ে যাই ম্যাচগুলো। যত বেশি তুমি দেখবে, সম্ভবত তত বেশি মনে পড়বে। তাই আমি যতটা সম্ভব এড়িয়ে যাই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close