ক্রীড়া ডেস্ক

  ০৯ জুন, ২০১৯

কোপা আমেরিকা

ইনজুরড নেইমারের বদলি উইলিয়ান

ফুটবল তারকা নেইমারকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সারা বিশ্বে। তাকে ঘিরে স্বপ্ন বড় হচ্ছিল। এছাড়া এবারের কোপা আমেরিকার আয়োজক ব্রাজিল। ঘরের মাঠের আসরে নেইমারকে ঘিরেই ব্রাজিলিয়ানরা শিরোপা ঘরে তোলার স্বপ্ন দেখছিল। কিন্তু প্রতিযোগিতায় নামার সুযোগই পেলেন না নেইমার। কোপা আমেরিকার প্রস্তুতিতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গোড়ালির চোটে পড়েছেন তিনি। ব্রাজিলের ২-০ গোলের জেতার ম্যাচে ২১ মিনিটে তিনি মাঠ ছাড়েন। শেষ হয়ে গেছে নেইমারের কোপা আমেরিকা। তার বদলি হিসেবে উইলিয়ান ডাক পেয়েছেন। ইসরায়েলে গিয়েছিলেন ছুটি কাটাতে। কিন্তু অবকাশ যাপনটা লম্বা হলো না উইলিয়ানের। জাতীয় দল ব্রাজিল থেকে ডাক পড়েছে তার। চোটে নেইমার ছিটকে যাওয়ায় তার জায়গা পূরণে কোপা আমেরিকার দলে সুযোগ পেয়েছেন এই উইঙ্গার।

চোট থেকে সেরে উঠতে ছয় সপ্তাহের মতো লাগবে নেইমারের। যাতে কোপা আমেরিকা শেষ হয়ে যাওয়া এই ফরওয়ার্ডের জায়গায় ডাকা হয়েছে চেলসি উইঙ্গার উইলিয়ানকে। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়া চোটে দল থেকে ছিটকে গেছেন নেইমার। যার জায়গায় ব্রাজিলের কোপা আমেরিকার দলে ডাকা হয়েছে চেলসির উইলিয়ানকে।’ ২০১১ সালে সেলেসাও জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ান ৬৫ ম্যাচে করেছেন ৮ গোল। ২০১৪ সালের ঘরের মাঠের বিশ্বকাপ ও ২০১৮ সালে রাশিয়ার আসরে ব্রাজিলের স্কোয়াডে ছিলেন তিনি। সূত্র : গোল ডটকম

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close