ক্রীড়া ডেস্ক

  ০৮ জুন, ২০১৯

বাংলাদেশ আমাদের জন্য হুমকি : মরগান

নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর সংবাদ সম্মেলনে এলেন ইয়ন মরগান। সময় সম্পর্কে অত্যন্ত সচেতন ইংলিশদের এতটা বিলম্ব হওয়ার ঘটনা সাধারণত ঘটে না। আর বিশ্বকাপে তো সব চলে মিনিট, সেকেন্ড ধরে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে ইংলিশ অধিনায়কের বিলম্ব যে বার্তাই দিয়ে থাকুক, আজকের ম্যাচটা যে স্বাগতিকদের জন্য বড় এক হুমকি সেটি বলতে দ্বিধা বোধ করেননি মরগান। গত দুই বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংল্যান্ড। আজ সোফিয়া গার্ডেনসে হারলে হয়ে যাবে হ্যাটট্রিক। সংবাদ সম্মেলনে মরগানকে মনে করিয়ে দেওয়া হলো সেটি। জবাবে, অকপটেই অতীত বাস্তবতা ও বাংলাদেশ দলের উত্থানের প্রসঙ্গটি নিয়ে বললেন তিনি।

‘কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে আমাদের জন্য। বাংলাদেশ খুব কঠিন প্রতিদ্বন্দ্বী। ভালো একটি দল। তাদের কিছু খেলোয়াড় আছে যারা খুবই অভিজ্ঞ। বাংলাদেশ আমাদের জন্য হুমকি।’ কেন হুমকি মনে করছেন সে ব্যাখ্যাও দিলেন মরগান, ‘সাউথ আফ্রিকাকে তারা যেভাবে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে লড়াই করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। তাছাড়া এই কার্ডিফেই মনে হয় ২০০৫ সালে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। বাংলাদেশের ব্যাটিং, স্পিন ও সিম বোলিংÑ এই তিনটি খুব ভালো।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close