ক্রীড়া ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০১৯

নেশনস কাপে সহজ গ্রুপে সালাহরা

আফ্রিকা মহাদেশের দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় ‘আফ্রিকান নেশনস কাপ ফুটবল।’ আগামী ২২ জুন থেকে আবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই শুরু হতে যাচ্ছে। নেশনস কাপের ৩২তম এই আসরটা এবার বসছে মিসরে। আফ্রিকা অঞ্চলের মোট ২৪টি দেশকে নিয়ে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্র পর্ব শেষ হয়েছে। এবারের আসরের আয়োজক ও লিভারপুলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর মিসর পড়েছে তুলনামূলক সহজ গ্রুপে। টুর্নামেন্টের প্রথম দিন স্বাগতিক মিসর খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ‘এ’ গ্রুপে এই দুটি দলের সঙ্গে আছে কঙ্গো ও উগান্ডা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ‘আফ্রিকার অদম্য সিংহ’ খ্যাত ক্যামেরুন রয়েছে ‘এফ’ গ্রুপে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের গ্রপে গিনি বিসাউ ও বেনিনের মতো সহজ প্রতিপক্ষ থাকলেও বড় হুমকি হিসেবে রয়েছে শক্তিশালী ঘানা।

তবে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে আখ্যা পেয়েছে ‘ডি’ গ্রুপ। দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে গ্রুপের বাকি দুটো দল হচ্ছে মরক্কো এবং আইভরি কোস্ট। আফ্রিকার দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দুটি দেশ মরক্কো আছে ৪৫ নম্বরে, আর আইভরি কোস্ট ৬৫ নম্বরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close