ক্রীড়া ডেস্ক

  ০৯ মার্চ, ২০১৯

পেরেজ-রামোস দ্বন্দ্ব চরমে

ঘরের মাঠে চার গোল হজম করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের ছিটকে যাওয়ার পর সমালোচনা চলছেই। তার মধ্যেই স্প্যানিশ মিডিয়ার খবরে চাঞ্চল্য মাদ্রিদে। আয়াক্সের কাছে হারের পর ড্রেসিংরুমে নাকি রীতিমতো ঝগড়া হয়েছে ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ ও অধিনায়ক সার্জিও রামোসের।

প্রথম ম্যাচে ইচ্ছে করে হলুদ কার্ড দেখে ঘরের মাঠের দ্বিতীয় লেগে নির্বাসিত ছিলেন রামোস। ম্যাচ হারের পর রিয়াল সভাপতি সমালোচনা করেছিলেন ফুটবলারদের। দায়বদ্ধতা না থাকার অভিযোগও করেন তিনি, তাতে চটে যান রামোস,; ঝামেলা পাকান পেরেজের সঙ্গে।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানাচ্ছে, রামোস নাকি পেরেজকে বলেছেন, ‘আমার পাওনা বুঝিয়ে দিন, আমি ক্লাব ছেড়ে চলে যাব।’ আরেক ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, গত জানুয়ারিতেই একজন স্ট্রাইকার দলে নেওয়ার কথা বলেছিলেন রামোস। কিন্তু সেটা করেনি ক্লাব। ফলে রামোস বলছেন, ক্লাবের এই সমস্যার মূলে শুধু খেলোয়াড়রাই না। পত্রিকাটির দাবি, কথা-কাটাকাটির একপর্যায়ে রামোসকে ক্লাব থেকে বের করে দেওয়ার হুমকি দেন পেরেজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close