ক্রীড়া ডেস্ক

  ১২ ফেব্রুয়ারি, ২০১৯

ড্রয়ের বৃত্তে বার্সা

পয়েন্ট খোয়ালেই যে বিপদ, তা অজানা নয় বার্সেলোনার। সেই বিপদটা এক দিন আগেই টের পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ডার্বি ম্যাচে হেরে দ্বিতীয় স্থানটা তাদের তুলে দিতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হাতে। এদিকে শিরোপা ধরে রাখার মিশনে শেষ দিকে এসে হঠাৎ উল্টোরথে সওয়ার হয়েছে কোচ এরনেস্তো ভালভার্দের শিষ্যরাও।

এমনিতে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে কাতালুনিয়া জুড়ে। স্বাধীনতার দাবিতে উত্তাল ১০ হাজার কাতালান বিক্ষোভ করছে স্পেনের রাজধানী রিয়াল মাদ্রিদে। আর এদিকে স্বায়ত্তশাসিত অঞ্চলটির ক্লাব বার্সাও টানা দ্বিতীয় হোঁচট খেয়ে বসেছে পরশু। অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠ সান মামাসে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে লিওনেল মেসিরা।

লা লিগায় গত ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসি নৈপুণ্যে ২-২ ব্যবধানে ড্র করেছিল বার্সেলোনা। সেই ধাক্কার পর ন্যু-ক্যাম্পে কোপা ডেল রে টুর্নামেন্টে সেমিফাইনালের প্রথম লেগে রিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। পরশু নিজেদের হারিয়ে খোঁজা ভালভার্দের শিষ্যদের গোলপোস্ট বঞ্চিত করেছে বিলবাও।

কাতালানদের অবশ্য ভোগাচ্ছে মেসির চোট। যার ফলে এল ক্লাসিকোতে দ্বিতীয়ার্ধে নামলেও নিষ্প্রভ ছিলেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। পরশু বিলবাওয়ের বিপক্ষেও নিজের ছায়া হয়েই ছিলেন বার্সা অধিনায়ক। তবে মেসি শতভাগ ফিট হয়েই মাঠে নামেন বলে জানিয়েছেন কোচ ভালভার্দে, ‘সে শতভাগ ফিট। লিও ভালো আছে। তাকে নিয়ে আমাদের কিছু সমস্যা ছিল। তা কেটে গেছে।’

কেবল মেসি নয়, প্রতিপক্ষের রক্ষণভাগ হতাশ করেছে লুইস সুয়ারেজকেও। তেমনি মাঝমাঠে নিজেদের মেলে ধরতে পারেননি ফিলিপ্পে কুতিনহো-আর্তুরো ভিদাল।

তবে পুরো ম্যাচে বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বলতে গেলে তার নৈপুণ্যেই জাল অক্ষত রাখতে পেরেছে বার্সা। ১৭ ও ২৪ মিনিটে দুর্দান্ত দুটি সেভ করে ম্যাচের নায়ক স্টেগেনই।

তবে পয়েন্ট হারালেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা অটুট রেখেছে বার্সেলোনা। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সিংহাসনে তারা। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ৪৪ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ। চারে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৭।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close