ক্রীড়া ডেস্ক

  ০৫ ফেব্রুয়ারি, ২০১৯

গর্ব চূর্ণ পিএসজির

চলতি মৌসুমে অন্যান্য প্রতিযোগিতায় পরাজয়ের স্বাদ পেলেও প্যারিস সেন্ট জার্মেইর গর্বের বিষয় ছিল ফ্রেঞ্চ লিগে অপরাজিত থাকাটা। মৌসুমের অর্ধেক পার হয়ে গেলেও কেউ হারাতে পারেনি পিএসজিকে। অবশেষে কোচ টমাস টুখেলের শিষ্যদের গর্ব চূর্ণ করে দিল অলিম্পিক লিওঁ। পরশু চলতি মৌসুমে লিওঁর মাঠে ২-১ ব্যবধানে হেরে প্রথমবার হারের স্বাদ পেয়েছে পিএসজি।

চোটের জন্য নির্বাসনে থাকা ফরোয়ার্ড নেইমারের অনুপস্থিতিতে লিওঁর মাঠে শুরুটা দারুণ হয়েছিল পিএসজির। ৭ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে এগিয়েও যায় বর্তমান চ্যাম্পিয়নরা। গোল হজমের পরই গা ঝাড়া দিয়ে উঠে লিওঁ। ৩৩ মিনিটে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে লিওঁকে সমতায় ফেরান মুসা ডেম্বেলে। ৪৯ মিনিটে সফল স্পট কিকে লিওঁর ব্যবধান দ্বিগুণ করে দেন নাবিল ফেকির। ডি-বক্সের মধ্যে ডেম্বেলেকে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার চিয়াগো সিলভা ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি পিএসজি।

হারলেও ২১ ম্যাচে ১৮ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে পিএসজি। ৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অলিম্পিক লিওঁ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close