ক্রীড়া ডেস্ক

  ২৪ ডিসেম্বর, ২০১৮

মরিনহোকে পগবার ধন্যবাদ

গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডে কোচের পদ থেকে চাকরিচ্যুত হয়েছেন হোসে মরিনহো। চলতি মৌসুমে দলের ব্যর্থতা, শিষ্যদের সঙ্গে মনোমালিন্য নিয়ে কম কথা হয়নি পর্তুগিজ কোচকে নিয়ে। তবে সবচেয়ে আলোচিত ছিল মরিনহো বনাম পল পগবার সাপে-নেউলে সম্পর্ক। ওল্ড ট্রাফোর্ড থেকে মরিনহোর বহিষ্কারে সবচেয়ে খুশি হওয়ার কথা ছিল পগবারই। ফরাসি মিডফিল্ডার যে খুশি হয়েছেন তা জানাই গেছে। তবে এবার উল্টো কথাই বলেছেন পগবা। ‘একজন ব্যক্তি হিসেবে’ গড়ে উঠতে সাহায্য করার জন্য গুরুকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। পগবা বলেন, ‘মরিনহোর অধীনে আমরা শিরোপা জিতেছি এবং তার জন্য উনাকে আমার ধন্যবাদ। তার সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। তিনি আমার ব্যক্তিত্ব গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছেন। ওর সাহচর্যে ব্যক্তি হিসেবে অনেক উন্নতি করেছি। যাই হোক, সেটা এখন অতীত। উনাকে অসংখ্য ধন্যবাদ।’ পগবা আরো বলেন, ‘শুধু আমি না। দলের বাকি খেলোয়াড়রাও তার সংস্পর্শে ব্যক্তি হিসেবে দারুণ উন্নতি করেছে। আমাদের দৃষ্টি এখন পরের ম্যাচে। নতুন কোচ গানার সোলসকায়েরের অধীনেও ভালো করতে চাই।’ মরিনহো ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন ২৭ মে ২০১৬ সালে। রেড ডেভিলদের হয়ে গত আড়াই বছরে বা ৯৩৫ দিনের কোচিংয়ে তিনি লিগ কাপ ও ইউরোপা লিগ জিতেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close