ক্রীড়া ডেস্ক

  ১৪ ডিসেম্বর, ২০১৮

রাত পোহালেই ওয়েলিংটন টেস্ট

সদ্যই আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। এক সপ্তাহের ব্যবধানে কিউই আগামীকাল (বাংলাদেশ সময় ভোর ৪টা) আবার সাদা পোশাকে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ওয়েলিংটনে আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে সফরকারী শ্রীলঙ্কা। কয়েকদিন আগেই ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের জন্য আরো খারাপ খবর হচ্ছে, চাকিংয়ের জন্য আইসিসি কর্তৃক নিষিদ্ধ হওয়ায় দলে নেই তরুণ স্পিনার আকিলা ধনাঞ্জয়। তবে আশার কথা, স্কোয়াডে ফিরেছেন লাহিরু থিরিমান্নে ও নুয়ান প্রদীপ। অন্যদিকে কিউই দল থেকে সামারভিল। এছাড়া কিউই সফরের আগেই নতুন একটি খবর পাচ্ছে দিনেশ চান্দিমালের দল। স্বদেশী থিলান সামারাবীরাকে সরিয়ে লঙ্কানদের নতুন ব্যাটিং কোচ করা হয়েছে ডারহাম কাউন্টির সাবেক কোচ জন লুইসকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close