বিশেষ প্রতিবেদক, রাজশাহী

  ০৮ ডিসেম্বর, ২০১৮

সরকার খেলাধুলার মানোন্নয়নে আন্তরিক

রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর রহমান বলেছেন, ‘খেলাধুলা নির্মল আনন্দের বহিঃপ্রকাশ। খেলাধুলার মাধ্যমে সহজেই দেশকে বিশ্বের কাছে পরিচিত করা সম্ভব। যে কারণে বর্তমান সরকার খেলাধুলার মানোন্নয়নে খুবই আন্তরিক। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই পড়াশুনা করতে বইয়ের পাশাপাশি খেলাধুলার উপকরণও দিচ্ছে। গতকাল শুক্রবার সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি ষ্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ও প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, ‘খেলাধুলা একজন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে উদ্যোমী হতে সাহায্য করে। তাই পড়ালেখার পাশাপাশি দিনের নির্দিষ্ট কিছু সময় খেলাধুলা ও শরীর চর্চা চালিয়ে যেতে হবে।’ শুক্রবার শুরু হওয়া এ খেলায় রাজশাহীর ৯টি উপজেলাসহ মোট ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close