ক্রীড়া প্রতিবেদক

  ১৮ নভেম্বর, ২০১৮

ওমরাহ্ পালন করতে যাচ্ছেন তামিম

সময়টা মোটেও ভালো যাচ্ছে না জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের। আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম ম্যাচে বাঁ হাতের আঙুলে চোট পেয়ে যে ছিটকে পড়েন তারপর আর মাঠে নামা হয়নি তার।

এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজও কেটেছে মাঠের বাইরে। ওই সিরিজে না খেললেও নিজেকে ঠিক তৈরি করছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফেরার জন্য।

কিন্তু নেটে ব্যাটিং অনুশীলন করার সময় ব্যথা পান পাঁজরে। ফিজিওথেরাপিস্টের নির্দেশে ৪৫ ঘণ্টা তত্ত্বাবধানে থাকার পরও উন্নত হয়নি পাঁজরে ব্যথার।

তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে পড়তে হয় তামিমকে। শঙ্কা রয়েছে দ্বিতীয় টেস্ট নিয়েও।

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায় সময়টা কাজে লাগাতে চাইছেন ওমরাহ্ পালনের মাধ্যমে। কাল রাতে সৌদির উদ্দেশে রওনা করেছেন তামিম। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে ওমরাহ্ পালন করেন তামিম ইকবাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close