ক্রীড়া ডেস্ক

  ১০ নভেম্বর, ২০১৮

স্বস্তির জয়ে ফিরল অস্ট্রেলিয়া

অবশেষে হারের বৃত্ত থেকে বেরিয়েছে অস্ট্রেলিয়া। টানা সাত ম্যাচ হারের পর কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে অজিরা। অ্যাডিলেডে প্রোটিয়াদের সাত রানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল। এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া।

টসে জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় ফাফ ডু প্লেসি। ব্যাটিংয়ে নেমে শুরুতে হোঁচট খায় অস্ট্রেলিয়া। দলীয় ১২ রানে ট্রাবিস হেডকে সাজঘরে ফেরান লুঙ্গি এনগিডি। তবে শুরুর ধাক্কাটা সামাল দেন অ্যারন ফিঞ্চ। শন মার্শকে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন অজি অধিনায়ক। দলীয় ৬৬ রানে এই জুটি ভাঙেন কাগিসো রাবাদা। ব্যক্তিগত ২২ রানে রাবাদার বলে ফেরেন মার্শ। তারপর ক্রিস লিনকে নিয়ে রানের চাকা সচল রাখেন ফিঞ্চ। কিন্তু ডুয়াইন প্রিটোরিয়াসের বলে ফিঞ্চ বোল্ড হন ব্যক্তিগত ৪১ রানে। ক্রিস লিন করেন ৪৪ রান ও আলেক্স ক্যারির ব্যাট থেকে এসেছে ৪৭ রান। উভয়ের রাবাদা। দুর্দান্ত সব বাউন্সে ৫৪ রান খরচে চার উইকেট শিকার করেন তিনি। প্রিটোরিয়াস নেন তিন উইকেট। ডেল স্টেইন দুই ও এনগিডি নিয়েছেন এক উইকেট। সফরকারীদের দুর্দান্ত বোলিংয়ে ২৩১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ে পরে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৬৮ রান তুলতেই চার উইকেট হারায় সফরকারীরা। কুইন্টন ডি কক (৯), রেজা হ্যান্ড্রিকস (১৬), এইডেন মার্করাম (১৯) ও হেনরিখ ক্লাসেন (১৪) সাজঘরে ফিরলে চাপে পরে প্রোটিয়ারা। তবে অধিনায়ক ডু প্লেসি ও ডেভিড মিলারের জুটিতে লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৪২ রানে ডু প্লেসিকে আউট করে জুটি ভাঙেন প্যাট কামিন্স। কিন্তু উইকেটের এক প্রান্ত আগলে রাখেন মিলার। তবে তাতেও শেষ রক্ষা হয়নি প্রোটিয়াদের। ৫১ রানে মিলারকে ফেরান মার্কাস স্টোয়িনিস। পরে অজি বোলারদের সামনে আর কেউই দাঁড়াতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৪ রান তুলতে সক্ষম হন সফরকারীরা। আর তাতেই টানা হারের বৃত্ত ভেঙে স্বস্তির জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এই জয়ে সিরিজ বাঁচিয়ে রেখেছে স্বাগতিকরা। আগামী শনিবার সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচে অনুষ্ঠিত হবে হোবার্টে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৪৮.৩ ওভারে ২৩১ (ফিঞ্চ ৪১, হেড ৮, মার্শ ২২, লিন ৪৪, ক্যারি ৪৭, ম্যাক্সওয়েল ১৫, স্টয়নিস ২, কামিন্স ৩, স্টার্ক ৬, জাম্পা ২২, হেজেলউড ১০*; স্টেইন ২/৩১, এনগিডি ১/৬৭, রাবাদা ৪/৫৪, প্রিটোরিয়াস ৩/৩২,তাহির ০/৩৮)

দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২২৪/৯ (ডি কক ৯, হ্যান্ড্রিকস ১৬, মার্করাম ১৯, ডু প্লেসি ৪৭, ক্লাসেন ১৪, মিলার ৫১, প্রিটোরিয়াস ১৪, স্টেইন ৩, রাবাদা ৯, এনগিডি ১৯*, তাহির ১১*; স্টার্ক ২/৫১, হেজেলউড ২/৪২, কামিন্স ১/২৭, স্টয়নিস ৩/৩৫)।

ফল : অস্ট্রেলিয়া ৭ রানে জয়ী

সিরিজ : ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা

ম্যান অব দ্য ম্যাচ : অ্যারন ফিঞ্চ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close