ক্রীড়া প্রতিবেদক

  ০৯ নভেম্বর, ২০১৮

ঢাকা টেস্টে খেলতে চেয়েছিলেন তামিম

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্ট দুঃস্বপ্ন উপহার দিয়েছে বাংলাদেশকে। জিম্বাবুয়ের কাছে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল টাইগারদের। রোববার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা। জিম্বাবুয়ের কাছে বাজে হারের পর দ্বিতীয় টেস্টের একাদশ দল নিয়ে চলছে জল্পনা।

ওই ম্যাচের জন্য দলে ডাক পেতে পারেন তুষার ইমরান, সৌম্য সরকারকে ফিরিয়ে আনা হতে পারে। এসব গুঞ্জনের মধ্যেই তামিম ইকবাল ফিরলেন নেট অনুশীলনে। কাল বিকেলে ঢাকা বিমানবন্দরে পৌঁছানোর পরই বাংলাদেশ দলের ফিজিওর শরণাপন্ন হলেন তামিম। বিসিবি একাডেমি মাঠে তামিম নেটে ব্যাটিংয়ে নামছেন, তার সঙ্গে দৌড়ে এলেন ফিজিও-ও। গুঞ্জন শুরু হয়ে গেল দ্বিতীয় টেস্টে তামিমের অন্তর্ভুক্তি নিয়ে।

তামিমও হাসলেন রহস্যময়ীভাবে। শেষ অবধি নিজেই সম্ভাবনাটা উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, ‘(খেলার সম্ভাবনা) অনেক অনেক কম। আমার কাছে মনে হয় পারব, কিন্তু যে তৈরি নই। আমার মনে হয় না ফিজিও আমাকে কোনোভাবে খেলতে অনুমতি দেবে। মাত্র তিন দিন হয়েছে ব্যাটিং শুরু করেছি। এটিকে সেমি-ব্যাটিং বলতে পারি, যেটি আমি করছি এখন। যত দিন পুরোপুরি নেট সেশন শুরু না করব, এটি দলের জন্য ভালো হবে না। আমার পক্ষ থেকেও ফিট হিসেবে দাবি করা সম্ভব হবে না টেস্ট খেলারে ব্যাপারে।’

জিম্বাবুয়ে সিরিজে যেহেতু কোনো সম্ভাবনা নেই, তামিমের চোখ এখন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। বাঁ-হাতি ওপেনারের আশা, ক্যারিবীয়দের বিপক্ষে ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু প্রথম টেস্ট দিয়েই আবার শুরু করতে পারবেন। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এমএ আজিজে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে একটু ঝালিয়ে নেবেন কিনা, সেটি অবশ্য নিশ্চিত নন তামিম, ‘এটি নির্ভর করছে অনেক কিছুর ওপর। সত্যি কথা বলতে কী, আমি দ্বিতীয় টেস্ট (জিম্বাবুয়ের বিপক্ষে) খেলতেই চাইছিলাম। গতকাল (বুধবার) থেকে তিন-চার সপ্তাহ আগেও এটাই আমার লক্ষ্য ছিল। চাইছিলাম একটি ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে। আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বেশ কঠিন হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close