ক্রীড়া ডেস্ক

  ১৩ অক্টোবর, ২০১৮

বিপর্যয় সামাল দিয়েছেন চেজ-হোল্ডার

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে নিয়েছিল স্বাগতিক ভারত। কাল দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশে লক্ষ্যে মাঠে নেমেছিল বিরাট কোহলির দল। অন্যদিকে অধিনায়ক জেসন হোল্ডারের লক্ষ্য ছিল মান বাঁচানোর। হায়দ্রাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ম্যাচের প্রথমদিনেই সাত উইকেট হারিয়ে ফেলেছে ক্যারিবীয়রা। দিনশেষে চেজের ৯৮ রানের সুবাদে সফরকারীদের সংগ্রহ ২৯৫ রান।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার কাইরন পাওয়েল ও ক্রিগ ব্র্যাথওয়েট আউট হলে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে ১১৩ রান জমা হতেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। উমেশ যাদব ও কুলদীপ যাদবের বোলিংয়ে তোপে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়দের টপ অর্ডার ব্যাটসম্যানরা। দুই যাদাবই উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তিনটি করে। বাকি উইকেটটি নিয়েছেন রবীনচন্দ্র অশ্বিন। তবে উইন্ডিজদের উইকেটের লাগাম টেনে ধরেন চেজ। কাল আর দুই রান করলেই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটি তুলে নিবেন এই অলরাউন্ডার। ষষ্ঠ উইকেটে জেসন হোল্ডারকে নিয়ে ১০৪ রানের জুটি গড়েন চেজ। উমেশ যাদবের বলে সাজঘরে ফেরার আগে হোল্ডার করেন ৫২ রান।

সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় টেস্ট, প্রথমদিনের শেষে

ওয়েস্ট ইন্ডিজ : ৯৫ ওভারে ২৯৫/৭ (ক্রিগ ব্র্যাথওয়েট ১৪, কাইরন পাওয়েল ২২, শাই হোপ ৩৬, শিমরন হ্যাটমায়ার ১২, আমব্রিস ১৮, চেজ ৯৮*, ডাওরিচ ৩০, জেসন হোল্ডার ৫২, দেবেন্দ্র বিশু ২*; উমেশ যাদব ৩/৮৩, শার্দুল ঠাকুর ০/৯, রবিচন্দ্রন অশ্বিন ১/৪৯, কুলদীপ যাদব ৩/৭৪,

জাদেজা ০/৬৯)।

টস:ওয়েস্ট ইন্ডিজ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close