ক্রীড়া ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০১৮

দিবালাকে পিরলোর পরামর্শ

জুভেন্টাসে শুরুর একাদশে তেমন নিয়মিত হতে পারছেন না পাওলো দিবালা। দলে নিয়মিত হওয়ার জন্য আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো অনুশীলন করার পরামর্শ দিয়েছেন জুভেন্টাসের সাবেক কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো।

সিরি’এ লিগের প্রথম ম্যাচে শিয়েভোর বিপক্ষে জুভেন্টাসের শুরুর একাদশে ছিলেন দিবালা। কিন্তু লাৎসিওর বিপক্ষে মাঠেই নামা হয়নি এই আর্জেন্টাইন তারকার। তৃতীয় ম্যাচে পার্মার সঙ্গে বদলি হিসেবে খেলেছেন মাত্র ১০ মিনিট। পেশাদার ফুটবলার হিসেবে কেউ চায় না শুরুর একাদশের বাইরে থাকতে। কিন্তু সাম্প্রতিক ফর্মহীনতায় প্রতিনিয়ত একাদশের বাইরে থাকতে হচ্ছে এই আর্জেন্টাইনকে। তবে দিবালা পাশে পাচ্ছেন পিরলোকে। ইতালিয়ান লিজেন্ড দিবালাকে পরামর্শে বলেন, ‘যদি দিবালা রোনালদোর মতো অনুশীলন শুরু করে তাহলে তাকে দলের বাইরে রাখা কঠিন হবে।’ পর্তুগিজ উইঙ্গার রোনালদো তুরিনে পা রাখার পর দিবালার ভবিষৎ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। গুঞ্জন উঠেছিল, দল-বদলের বাজারে ইংলিশ প্রিমিয়ার লিগে বা লা লিগার কোন ক্লাবে যোগ দিতে পারেন আর্জেন্টাইন তরুণ ফরওয়ার্ড। তবে ইতালির সাবেক তারকা ফুটবলার পিরলো বিশ্বাস করেন, রোনালদোর মতো পরিশ্রম করতে পারলে জুভেন্টাসেও অসাধারণ ভবিষৎ রয়েছে দিবালার। পিরলো বলেন, ‘দিবালা যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। দিবালাকে আরো পরিশ্রম করতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close