ক্রীড়া ডেস্ক

  ২৪ জুন, ২০১৮

‘ফুটবলে রাজনীতি নয়’

সুইজারল্যান্ড ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা হচ্ছেন গ্রানিত জাকা ও জাদরান শাকিরি। দুইজনই খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে। পরশু এই দুই তারকার ওপর ভর করেই অন্তিম মুহূর্তের গোলে জয় পেয়েছে সুইসরা। কালিনিনগ্রাদ স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে সার্বিয়াকে ২-১ গোল হারিয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে ভøাদিমির পেটকোভিচের শিষ্যরা।

জাকা বা শাকিরির কারো কথা ছিল না সুইসদের হয়ে খেলার। দুইজনই হতে পারতেন আলেবেনিয়ান ফুটবলার। কিন্তু সার্বিয়ার আগ্রাসনের কারণে দেশান্তরী হয়ে সুইজারল্যান্ড চলে আসে তাদের পরিবার। জন্মসূত্রে সুইজারল্যান্ডের হলেও জাকা ও শাকিরির ধমনিতে রয়েছে আলবেনিয়ান রক্ত। পরশু দুইজন যেন সার্বিয়ার বিপক্ষে অতীতের শোধ তুলতেই মাঠে নেমেছিলেন। পূর্ব শত্রুকে পেয়ে জ্বলে উঠলেন দুই সুইস তারকা।

পরশুর ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছে সার্বিয়া। ম্যাচ শুরুর ৫ মিনিটের মাথায় সার্বিয়ানদের এগিয়ে দেন আলেক্সান্দার মিত্রোভিচ। দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধে মরিয়া হয়ে লড়তে থাকে সুইসরা। ৫২ মিনিটের মাথায় জাকার গোলে সমতায় ফিরে সুইজারল্যান্ড। ৯০ মিনিটে শাকিরির জয়সূচক গোল থেকে তিন পয়েন্ট আদায় করে নেয় পেটকোভিচের দল।

বিশ্বকাপে দুই দলের এটি প্রথম সাক্ষাৎ। গত ২৪ ম্যাচে মাত্র একটিতে হেরেছে সুইসরা। তাদের শেষ পরাজয়টি এসেছে বিশ্বকাপ বাছাইপর্বে। পর্তুগালের বিপক্ষে হেরেছিল ২-০ গোলে। পরশুর জয়ে দুই দলের পুরনো রাজনৈতিক সমস্যা নিয়ে কথা তুলেছিলেন সাংবাদিকরা। তবে তা নিয়ে মুখ খোলেননি সুইজারল্যান্ডের বসনিয়ান কোচ পেটকোভিচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘ফুটবলকেও রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়। এটা প্রত্যেক সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষকে সবসময় সম্মান জানানো উচিত। এটা দারুণ এক আবহাওয়া। আমরা সমর্থকদের দারুণ এক জয় উপহার দিতে পেরেছি।’

‘ই’ গ্রুপে সুইসদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে তারা ছুঁয়ে ফেলেছে ব্রাজিলকে। ২৭ জুন নিঝনি স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জয় বা ড্র করলে তারা উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে। অন্যদিকে, একইদিনে শেষ ষোলোতে যেতে হলে সার্বিয়াকে জয় পেতে হবে ব্রাজিলের বিপক্ষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist