ক্রীড়া ডেস্ক

  ২১ জুন, ২০১৮

ডেনমার্কের অস্ট্রেলিয়া পরীক্ষা

ফ্রান্সের সামনে পেরু

টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার জয় ছাড়া কোনো বিকল্প নেই

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কারণে এক ঐতিহাসিক যুগে প্রবেশ করেছে রাশিয়া বিশ্বকাপ। ম্যাচে কোনো ভুল হলে রিভিউ দেখার সুযোগ পাচ্ছে দলগুলো। ফলে ভুল শুধরে গোলের নির্দেশও দিচ্ছেন ম্যাচ রেফারি। রিভিউ থেকে তেমন দুইটি গোলের দেখা পেয়েছিল ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি। শেষ পর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতে নিয়েছিল ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

রাশিয়া বিশ্বকাপের শিরোপার অন্যতম দাবিদার ভাবা হচ্ছে ফ্রান্সকে। কিন্তু তারকাবহুল দল নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে ফরাসিদের। দিদিয়ের দেশমের শিষ্যরা সকারুদের বিপক্ষে জয় পেয়েছিল আত্মঘাতী গোলে। প্রতিপক্ষের বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণভাগের কারণে একের পর এক হতাশ হতে হয়ছে তাদের। অন্যদিকে অস্ট্রেলিয়াও তাদের পরীক্ষা নিয়ে ছেড়েছে। তবে শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল আঁতোয়ান গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পেরা। এবার আসরের দ্বিতীয় রাউন্ডে উঠতে দেশম বাহিনী মাঠে নামবে ‘সি’ গ্রুপের আরেক প্রতিপক্ষ ল্যাটিন আমেরিকার দল পেরুর বিপক্ষে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশম দল নামিয়েছিলে ৪-৩-৩ ফর্মেশনে। তবে সেবার তেমন কোনো সুবিধা করে উঠতে পারেননি তারা। তবে এবার ৪-২-৩-১ ফর্মেশনের কৌশল সাজানোর পরিকল্পনা করছেন তিনি। মধ্য মাঠের দায়িত্বটা থাকবে পল পগবার হাতে। তাকে সঙ্গ দিবেন এনগোলা কান্তে ও কোরেন্টিন তোলিসো। তারা বল পাঠাবেন গ্রিজম্যান, এমবাপ্পেকে।

১৯৯৮ সালে দলকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন দেশম। এবার কোচ হিসেবে কী ফল নিয়ে আসেন তা দেখার বিষয়। তবে ম্যাচের আগে বেশ নির্ভারই দেখা গেছে তাকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সব কিছু ব্যাখ্যা করা খুব কঠিন। গত ম্যাচে আমরা জয় পেয়েছি। এবারও আমাদের চোখ থাকবে জয়ের দিকে। কিন্তু আমাদের আরো অনেক উন্নতি করতে হবে।’

অন্যদিকে পেরু দুর্দান্ত লড়াই করার পরও ১-০ গোলে হেরে গিয়েছিল ডেনমার্কের বিপক্ষে। তবে ম্যাচের শেষ পর্যন্ত তারা পুরো দমে লড়ে গিয়েছিল। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ফ্রান্সের বিপক্ষে জয় ছাড়া কোনো কিছু পরিকল্পনা করার সুযোগ নেই রিকার্ডো গার্সিয়ার হাতে। গত ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা পাওলো গুয়েরেরো তুলে নিয়েছিলেন দলের দায়িত্ব। এবারও আর্মব্যান্ড থাকবে তার হাতে।

‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ক মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ডেনমার্ক তাদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল। এবারও তেমন ম্যাচের দিকে নজর দেবেন ড্যানিশ কোচ এজ হারেইদ। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে সকারুদের বিপক্ষেও জয় চান তিনি। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় লড়াইয়ে টিকে থাকতে হলে সকারুদের জয় ছাড়া কোনো বিকল্প নেই। ক্যাঙারুদের কোচ বার্ট ভ্যান মারউইক আপাতত জয় ছাড়া কোনো কিছুই ভাবছেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist