ক্রীড়া ডেস্ক

  ০৪ জুন, ২০১৮

মুলার-ওজিলদের মার্কেলের শুভেচ্ছা

বিশ্বকাপ ফুটবলে জার্মানদের ইতিহাস বেশ সমৃদ্ধ। চারবার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি কয়েকবার রানার্স-আপও হয়েছে দলটি। ২০০৫ সাল থেকে জার্মানির ক্ষমতায় রয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। দেশ পরিচালনায় ব্যস্ত থাকলেও বিশ্বকাপকে নিয়ে খুঁটিনাটি বেশ খবর রাখেন মার্কেল। বিশ্বকাপ ফুটবলে যাওয়ার আগে দলকে অনুপ্রেরণা জানাতে কাল জার্মান জাতীয় ফুটবল দলে অনুশীলন ক্যাম্পে হাজির হন তিনি। সেখানেই দলের ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে দেখা করেন মার্কেল।

মার্কেলকে জার্মান দলের পক্ষ থেকে ৪ নাম্বার জার্সি উপহার দেওয়া হয় তাকে। এ সময় জার্মান ফুটবল দলের ম্যানেজার অলিভার বিয়েরহফ বলেছেন, ‘চ্যান্সেলর মার্কেল দলের অগ্রগতি ও প্রস্তুতির কথা শুনতে আমাদের মাঝে এসেছিলেন এবং তার উপস্থিতি আমাদের জন্য নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। আমরা আশা করব অন্যান্য বছরের মতো এবারও বিশ্বকাপের সময় তিনি রাশিয়াতে আমাদের মাঝে হাজির হবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist