ক্রীড়া ডেস্ক

  ১৪ মে, ২০১৮

রিয়াল মাদ্রিদের গোল উৎসব

স্প্যানিশ লা লিগার গত ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। পরশু সেই হারের বদলাটা তারা নিল সেল্টা ভিগোকে উড়িয়ে দিয়ে। সেই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রস্তুতিটাও সেরে নিল জিনেদিন জিদানের শিষ্যরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নব্যুতে গ্যারেথ বেলের জোড়া গোলে রিয়াল মাদ্রিদ ৬-০ গোলে জয় পেয়েছে সেল্টা ভিগোর বিপক্ষে।

চলতি মৌসুমের লা লিগায় রিয়ালের এটা যৌথভাবে সর্বোচ্চ গোলের জয়। এর আগে লাস পালমাসকে ৬-০ গোলে হারিয়েছিল জিরোনা। দিপার্তিভো লা করুনাকে ১-৭ গোলে হারিয়েছিল জিদানের দল।

পরশু ইনজুরির কারণে মাঠে স্কোয়াডে ছিলেন রিয়ালের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসও ছিলেন বিশ্রামে। তবে এই দুই মূল খেয়োয়াড়কে ছাড়াই বড় জয় পেতে ঘাম ঝরাতে হয়নি জিদানের শিষ্যদের। করিম বেনজেমা, গ্যারেথ বেল, ইস্কোরা বুঝতেই দেননি তাদের অভাব।

বার্নাব্যুকে প্রথমার্ধেই উল্লাস এনে দেন বেল। ১৩ মিনিটের সময় লুকা মডরিচের পাস থেকে বাঁ পায়ের শটে গোল সেল্টা গোলরক্ষককে কাবু করেন এই ওয়েলস উইঙ্গার। ৩০ মিনিটের সময় ব্যবধানটা দ্বিগুণ করেন ১০০ মিলিয়ন ম্যান। স্বাগতিকদের তৃতীয় গোল পেতে সময় লেগেছে মাত্র ২ মিনিট। ৩২ মিনিটের সময় ব্যবধানটা তিনগুণ করে দেন ইস্কো।

দ্বিতীয়ার্ধে নেমে সেল্টা হজম করে আরো তিন গোল। ৫২ মিনিটে সময় ব্যবধানটা বাড়িয়ে দেন দলের নতুন মুখ ১৯ বছর বয়সী আসরাফ হাকিমি। ৭৪ মিনিটে সেল্টা পঞ্চম গোল হজম করে নিজেদের ভুলে। মার্কো আসানসিও নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে স্প্যানিশ ডিফেন্ডার গোমেজ গঞ্জালেস বল জড়িয়ে দেন সেল্টার জালে। একের পর এক আক্রমণে বিপর্যস্ত সেল্টা হিমশিম খাচ্ছিল রিয়ালের আক্রমণভাগকে থামাতে। রিয়ালের শেষ গোলটি ৮১ মিনিটের সময় টনি ক্রুজের পা থেকে।

লিগের অন্য ম্যাচে মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে কষ্টার্জিত জয়। লিগের আট নম্বরের দল গেটাফেকে ডিয়েগো সিমিওনের শিষ্যরা হারিয়েছে ০-১ গোলে। এই জয় নিয়ে ইউরোপা লিগের ফাইনালের প্রস্তুতিটাও ভালো করে সেরে নিল অ্যাটলেটিকো।

গেটাফের মাঠে গোল পেতে বেশিক্ষণ ধৈর্য ধরতে হয়নি অ্যাটলেটিকোকে। ম্যাচের ৮ মিনিটের মাথায় সিমিওনের দলকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার কোকে। নির্ধারিত সময় পর্যন্ত এক গোলের ব্যবধানটাই ধরে রাখে অতিথিরা।

পরশু জয়ে চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে অ্যাটলেটিকো। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭৮। সমান ম্যাচে সিমিওনের দল থেকে তিন পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে জিদানের দলেরও সুযোগ আছে দ্বিতীয় স্থানে উঠে আসার। তার জন্য পরবর্তী ম্যাচে পা ফসকাতে হবে অ্যাটলেটিকোকে। আর জয় পেতে হবে জিজুর দলকে।

রিয়াল শেষ ম্যাচ খেলবে ভিলারিয়ালের বিপক্ষে। অ্যাটলেটিকো খেলবে এইবারের বিপক্ষে। দুই দলকে টপকে মৌসুমের শিরোপাটা আগেই ঘরে তুলে নিয়েছে বার্সেলোনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist