ক্রীড়া প্রতিবেদক

  ২৪ এপ্রিল, ২০১৮

দূরদর্শী মাহমুদউল্লাহ

জাতীয় দলের খেলা নিয়েই খুব শিগগিরই। তবু বাংলাদেশ ক্রিকেট লিগে (বিএসএল) খেলা হচ্ছে না জাতীয় দলের বেশকিছু খেলোয়াড়ের। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আছেন ভারতে, খেলছেন আইপিএল। কিন্তু মুশফিকরা খেলতে পারছেন না ইনজুরির কারণে। চোটের লম্বা মিছিলে এবার যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। অ্যাঙ্কেলের চোটটা গত তিন-চার মাস ধরে ওষুধ খেয়েই সামলেছেন। এখন ব্যথা বেড়ে যাওয়ায় কোনো ঝুঁকি নেননি মাহমুদউল্লাহ। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে, এতে করে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন তিনি। দেবাশীষ বলেছেন, ‘ওর ব্যথাটা সামলে নেওয়ার মতোই। এখন শতভাগ ব্যথামুক্ত খেলোয়াড় পাবেন না, যে পরিমাণ খেলা খেলতে হচ্ছে তাদের। চোট কীভাবে সামলাচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। মাহমুদউল্লাহ বুদ্ধিমান ছেলে, আমাদের কাছে এসে বলেছে আমি আর পারছি না। সে তো লুকাতেও পারত। সে না বললে আমরা জানতামও না। একটা ওষুধ খেলে যেহেতু ব্যথা চলে যাচ্ছে। আগামী আট মাসের যে ব্যস্ত সূচি, এ সময়ে সে শতভাগ চোটমুক্ত হয়ে খেলতে চায়। বিসিএলের শেষ ম্যাচটা খেলতে ওর খুব একটা অসুবিধা হতো না। কিন্তু বলছে, সে পুরোপুরি সুস্থ হয়ে শতভাগ দিতে চায় জাতীয় দলে। ওর ভাবনাটা অসাধারণ। ওকে তাই বিশ্রাম দেওয়া হয়েছে।’ এক সপ্তাহ বিশ্রামে থাকবেন মাহমুদউল্লাহ। এর মধ্যে ফিট না হয়ে উঠলে সার্জনের ছুরির নিচে শায়িত হওয়া লাগতে পারে তার। প্রসঙ্গত, আজ থেকে শুরু হচ্ছে বিসিএলের ষষ্ঠ রাউন্ড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist