ক্রীড়া ডেস্ক

  ১২ এপ্রিল, ২০১৮

দৃষ্টিসীমা আরো দূরে

প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থেকেও ফিরতি লেগে বড় ধরনের অঘটনের শিকার হলো বার্সেলোনা। পরশু রোম দুর্গে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে কাতালান ক্লাবটি। এই হারে প্রচ-ভাবে হতাশ হয়েছে বার্সা খেলোয়াড়, কোচ, সমর্থকরা।

এদিন স্টাডিও অলিম্পিকোতে দুর্দান্ত রোমার সামনে দাঁড়াতেই পারেনি স্প্যানিশ জায়ান্টরা। বার্সাকে দুমড়েমুচড়ে ৩৪ বছর পর সেমিফাইনালে উঠেছে ইতালিয়ায়ান জায়ান্টরা। এভাবে হেরে যাওয়ার পর কোনো অজুহাত দেখালেন না বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে। মেনে নিলেন রোমার শ্রেষ্ঠত্ব।

তবে অপ্রত্যাশিত হারের পুরো দায়টা নিজের কাঁধে তুলে নিয়েছেন বার্সা কোচ। তিনি বলেছেন, ‘এই হারের দায়টা আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রথম লেগে ৪-১ গোলে এগিয়ে থাকার পরও আমরা খুব সতর্ক হয়ে মাঠে নেমেছিলাম। তবে রোমা দুর্দান্ত খেলেছে। খেলাটা যেহেতু ফুটবল, যেকোনো কিছুই ঘটতে পারে যেকোনো সময়।’

এই হারের পর বার্সা সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভালভার্দে। বলেছেন, ‘এভাবে হারার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এই দুঃস্বপ্ন পেছনে ফেলে আমাদের আরো সামনে এগিয়ে যেতে হবে।’

যোগ্য দল হিসেবে সেমিফাইনালে উঠেছে রোমা। কিন্তু এখানেই থামতে নারাজ ইতালিয়ান জায়ান্টরা। আরো দূরে চোখ তাদের। নিজেদের মাঠে শক্তিশালী বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর রোমা কোচ ফ্রান্সিসকো বলেছেন, ‘অবশ্যই আমাদের বিশ্বাস করা উচিত-আমরা ফাইনালে উঠতে পারি। কেন আমরা তা বিশ্বাস করব না? আমরা এত দূর এসেছি যা কেউ প্রত্যাশা করেনি। তাই আমাদের জোর চেষ্টা করা এবং আরও বেশি কিছুর লক্ষ্য স্থির করা উচিত।’

রোমা কোচ আরো বলেছেন, ‘আমি একটা দল চাই না, যারা তাদের সাফল্য নিয়ে পড়ে থাকবে। আমাদের আরো বড় লক্ষ্য স্থির করতে হবে এবং উপলব্ধি করতে হবে-আমরা সবসময় আরো ভালো করতে পারি।’

দল হারলে সমালোচনার ঝড়টা সবচেয়ে বেশি যায় কোচের ওপর দিয়ে। বার্সেলোনাকে হারানোর পর তাই প্রশংসা কোচের প্রাপ্য বলে মনে করেন ফ্রান্সেসকো, ‘আমি হারের দায় নেই এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অকৃতজ্ঞ কথাবার্তাও শুনি। তাহলে আমি একটা জয়ের কৃতিত্বও নিতে পারি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist