ক্রীড়া ডেস্ক

  ১৫ মার্চ, ২০১৮

বিশ্বকাপে কি থাকবেন নুয়্যার?

ম্যানুয়েল নুয়্যার কবে মাঠে ফিরবেন? আসন্ন বিশ্বকাপে কি থাকবেন জার্মান গোলরক্ষক? এমন প্রশ্ন হাজার ও ভক্তের মনে। অস্বস্তির খবর হলো, সত্যিই কবে মাঠে ফিরবেন, সেটা জানেন না নুয়্যার নিজেও। চোটটা যে ভাল ভাবে সরে উঠছে না।

গত বছরের সেপ্টেম্বরে পায়ের হাড় ভেঙে মাঠের বাইরে ছিটকে পড়েন নুয়্যার। সফর অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এ বছরই শুরুতে ফেরার কথা ছিল তার। অথচ ইনজুরির প্রায় সাত মাস হয়ে গেলেও পুরোদ্যমে অনুশীলন শুরু করতে পারেননি বায়ার্ন গোলরক্ষক।

বায়ার্ন মিউনিখের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুম্মেনিগে জানিয়েছেন, এপ্রিলের দিকে অনুশীলনে ফিরতে পারেন নুয়্যার। বিশ্বকাপেও এই গোলরক্ষককে দেখা যাবে এমন আশা তার, ‘সে ভালো করছে, মানসিকভাবেও বেশ ভালো। আমরা ইতিবাচক, এই মৌসুমেই বায়ার্ন মিউনিখে ফিরবে সে। বিশ্বকাপেও থাকবে।’

তবে নুয়্যারের ফেরার নির্ধারিত তারিখ বলছেন না কেউই। জার্মান গোলরক্ষক নিজেও না। তিনি বলেন, ‘সব ভালোভাবে চলছে, আমি সেরা ছন্দে ফেরার অপেক্ষায় আছি। আমি বলতে চাই না, কখন সেটা হবে।

বিশ্বকাপে জার্মানির জার্সি গায়ে খেলতে পারবেন, এই আশাও করছেন নুয়্যার। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী, এই মৌসুমের দ্বিতীয়ার্ধেই ফিরতে পারব। বায়ানের হয়ে আমার অনেক অর্জনের লক্ষ্য আছে। তবে মূল লক্ষ্য বিশ্বকাপ। আমি মনে করি, জার্মানির আমাকে দরকার। আমি জাতীয় দলের সঙ্গে থাকতেই পছন্দ করব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist