ক্রীড়া ডেস্ক

  ২১ ফেব্রুয়ারি, ২০১৮

ফিরছেন আফ্রিদি!

আধুনিক ক্রিকেটের নতুন আবিষ্কার টি-টোয়েন্টির রাজাদের একজন তিনি। কয়েকবার অবসরও নিয়েছেন এই ফরমেট থেকে। কিন্তু নির্বাসনে গিয়ে বেশিদিন থাকা হয়নি তার। তিনি শহিদ আফ্রিদি। আবারো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফেলার ঘোষণা দিলেন।

পরিবার ও সমর্থকদের অনুরোধ ও চাপের কারণেই অবসর সিদ্ধান্ত থেকে এবার সরে আসলেন তিনি। আগামী ৩১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা বিশ্ব একাদশের। ম্যাচটাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা দিচ্ছে আইসিসি। ওই ম্যাচে খেলার আগ্রহের কথা আফ্রিদি জানান।

গত বছরের সেপ্টেম্বরে হারিকেনে ওয়েস্ট ইন্ডিজের দুটি স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হয়। ভেন্যু দুটির মেরামত কাজের অর্থায়নের জন্যই এই ম্যাচটি আয়োজন করতে যাচ্ছে আইসিসি। ম্যাচটি সম্পর্কে বিস্তারিত না জানলেও সেখানে বিশ্ব একাদশের হয়ে খেলার আগ্রহের কথা জানান আফ্রিদি। উইজডে ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার বলেছেন, ‘এ ম্যাচটার ব্যাপারে আমি বিস্তারিত কিছু জানি না। যদি প্রস্তাব পাই তাহলে সেখানে খেলার বিষয়টি আমি বিবেচনা করতে পারি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist