ক্রীড়া প্রতিবেদক

  ২২ জানুয়ারি, ২০১৮

‘বাংলাদেশ এখন অনেক বড়’

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ড ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এনামুল হক বিজয়। ওই চোট তাকে শুধু মাঠের বাইরেই ছিটকে দেয়নি, সঙ্গে জাতীয় দল থেকেও। ফেরার লড়াইটাও তার হলো দীর্ঘ মেয়াদে। চলমান ত্রিদেশীয় সিরিজ দিয়েই ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন ডানহাতি ওপেনার। তাকে জায়গা দিতে গিয়ে দল থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। একাদশে সুযোগ পাওয়া এনামুলের পারফরম্যান্সের মূল্যায়ন-মন্দের দিক থেকে ভালো।

প্রথম ম্যাচে শুরুটা দারুণ করেছিলেন ২৫ বছর বয়সী ওপেনার। ১৪ বলের ইনিংসে করেছেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ৩৭ বলে ৩৫। তাও আবার তিনবার জীবন পাওয়ার পর। দুটো ম্যাচেই অস্থিতায় ভুগতে হয়েছে তাকে। কিন্তু কাল সংবাদ সম্মেলনে বাইশ গজের ঠিক উল্টো, কথা বললেন ধীরে সুস্থে, শান্ত মেজাজে।

ক্যারিয়ারের নতুন শুরু করতে এসে সাজঘরে অনেক পরিবর্তনই চোখে পড়েছে এনামুলের। এই বাংলাদেশ তার চোখে অনেক বড়, ‘আমরা প্রত্যেকে এখন দল হয়ে খেলছি। সবাই চেষ্টা করছে বাংলাদেশকে বড় জায়গায় নিয়ে যেতে। দলে কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। সবাই স্বাধীনতা নিয়ে খেলছেন, যা খুব দরকার ছিল। ড্রেসিংরুমে থাকলে একটা ভালো লাগা কাজ করে, তামিম ভাইয়ের ১১ হাজার রান, সাকিব ভাইয়ের ১০ হাজার রান, মুশফিক ভাইয়ের ৩০০ ম্যাচ, মাশরাফি ভাইয়ের নেতৃত্ব, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইয়ের মতো লড়াকু খেলোয়াড়। মুস্তাফিজের মতো দুর্দান্ত বোলারÑড্রেসিংরুমটা এখন অনেক ভারী। এখানে থাকলে মনে হয়, আমাকেও আরো ভালো কিছু করতে হবে। ড্রেসিংরুমে থাকলে মনে হয়, বাংলাদেশ এখন অনেক বড়।’

অহেতুক বল নষ্ট করা এবং পরিস্থিতির দাবি মেটানো ব্যাট করতে না পারার মতো দুটি পুরোনো অভিযোগ আছে এনামুলের বিরুদ্ধে। অভিযোগ থেকে মুক্তি পেতে পুনর্জন্ম নেওয়া বিজয়ের ব্যাটিংয়ের ধরনেও এলো পরিবর্তন। শুরু থেকেই খেলছেন শট। তাতে ঝুঁকি যেমন আছে তেমনি অভিযোগের বৃত্ত থেকে বেড় হওয়ারও সুযোগ আছে এনামুলের। এমন টালমাটাল অবস্থার মধ্য থেকে বেড়িয়ে আসা কঠিন। না হলে তিনবার বেঁচে যাওয়ার পরও তিনি কেন ইনিংসটাকে অন্তত অর্ধশতকে রূপ দিতে পারলেন না।

সামনের ম্যাচগুলোতে এই ভুল থেকে শিক্ষা নিতে চান এনামুল। তবে শুরু থেকে ঠিকই শট খেলার ইচ্ছে তার। এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার আশ্রয় নিতে চান ডানহাতি ওপেনার। বলেছেন, ‘পরিস্থিতি অনুযায়ী খেলাটাই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় হিসাবি ঝুঁকি নেওয়াটা জরুরি। একটি ম্যাচে ভুল করেছি। চেষ্টা করব সামনে যেন ভুলটা না হয়।’

একটা সময় এই অবস্থার মধ্য দিয়ে গেছেন তামিম ইকবাল। সেটা ধীরে ধীরে কাটিয়ে উঠেছেন দেশসেরা ওপেনার। সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন যথেষ্ট পরিণত। ফলাফল সাবধানী ব্যাটিংয়ে প্রায় ম্যাচেই লম্বা ইনিংস খেলছেন বাঁ-হাতি ওপেনার। বড় ইনিংস খেলতে তাই সতীর্থ ওপেনারের পদাঙ্ক অনুসরণ করতে চান এনামুল। কাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘তামিম ভাই মাঝেমধ্যে ঝুঁকি নেন। একজন বোলারকে সুবিধামতো পেয়ে দুটি বাউন্ডারি মেরে দিলে রানরেট কাছাকাছি চলে আসে। একজন টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তামিম ভাইকে অনুসরণ করার চেষ্টা করছি। আমার কাছে মনে হয়, বড় রান শিগগিরই হয়ে যাবে। মাত্র দুটি ইনিংস খেললাম। আশা করি, বড় ইনিংস সামনে হবে।’

উদ্বোধনী জুটিতে বরাবরই তামিমকে সঙ্গ দেওয়ার মতো ব্যাটসম্যানের সংকট ছিল। পুরো ক্যারিয়ারে ৯ জনকে ইনিংসের শুরুতে সঙ্গী হিসেবে পেয়েছেন তিনি। এ যাত্রায় দ্বিতীয় মেয়াদে এলেন এনামুল। অথচ বাইশ গজে সতীর্থদের যথেষ্ট সহায়তা করেন তিনি। কিন্তু মন মতো পাচ্ছেন না একজনকেও। কাল এনামুলের কণ্ঠে তাই সরল স্বীকারোক্তি, ‘টপ অর্ডারে তামিম ভাইয়ের চেয়ে সহায়তাকারী কেউ নেই। তার সঙ্গে ব্যাটিং করাও গর্বের ব্যাপার। বাংলাদেশে এত বড় একজন ওপেনার জন্ম নিয়েছেন, বিরাট ব্যাপার। তামিম ভাইয়ের সঙ্গে নানা বিষয়ে কথা হয়। মাঠে কিংবা মাঠের বাইরে। আসলে দুই দিক থেকেই রান এলে খুব ভালো হয়। আর ডানহাতি ও বাঁ-হাতির সমন্বয় থাকলে বোলারদের জন্য একটু অসুবিধাও হয়। মাত্র দলে ফিরলাম, আশা করি সামনে আরো বেশি কিছু শিখতে পারব এবং বড় কিছু করতে পারব।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist