নূরুল ইসলাম মনি

  ০৪ জুলাই, ২০২০

পাপড়ি মেলে হাসি

মনকে টানে বইয়ের পাতা

চোখকে টানে ফুলে,

কোনটা আমি রাখব ধরে

কোনটা যাব ভুলে।

বইটা আমায় জ্ঞানী বানায়

ফুলটা বানায় কবি,

জ্ঞানের আলোয় পথটা দেখি

স্বপ্নে আঁকি ছবি।

গান কবিতা গদ্য লিখে

বইয়ের পাতা ভরি,

বইটা পড়ে, কোনখানে কোন

জ্ঞান আছে তা ধরি।

তাইতো আমি বইয়ের পাতা

সবচে ভালোবাসি,

পড়তে বসে ফুলের মতো

পাপড়ি মেলে হাসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close