মো. ছিদ্দিকুর রহমান

  ২৩ মার্চ, ২০১৯

অগ্নিঝরা মার্চ

অগ্নিঝরা ছাব্বিশে মার্চ

স্বাধীনতা আসে,

রক্তে লালে বৃত্ত আঁকা

পতাকাটি হাসে।

শহীদানের রক্তে লাগা

স্মৃতি আজও আছে,

জাতীয়তার স্বীকৃতিতে

উড়ছে সারা দেশে।

সন্তানহারা মায়ের চোখে

আজও স্মৃতি ভাসে,

রক্তে লাল পতাকায় যেন

খোকা আজও হাসে।

স্বাধীনতা পেয়ে ও মায়ের

অশ্রু গড়ায় বেয়ে,

সবুজে লালের বৃত্তপানে

মা, আজও কাঁদে চেয়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close